গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি, কামদিয়া,তালুককানুপুর ও দরবস্ত ইউনিয়নে জনগুরুত্বপূর্ন ৫ টি কাঁচা রাস্তা পাকা করন কাজের উদ্বোধন করা হয়েছে
- আপডেট টাইম : ০১:৪৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ২৪৫ ৫০০০.০ বার পাঠক
গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নরে বেগুনবাড়ি ভায়া আশকুর( লাথানগাড়ী) এবং কামদিয়া ইউনিয়নে তেঘড়া ভায়া ঘোড়াঘাট ও মহিমুড়ি ভায়া সুজা মসজিদ, এবং ১৬ ই সেপ্টেম্বর শনিবার সকালে তালুককানুপুর ইউনিয়নে দেবপুর মিস্ত্রিপাড়া হতে ফুলবাড়ী রাস্তা,এবং দরবস্ত ইউনিয়নে বগুলাগাড়ী বুদার মোড় হতে মিয়াপাড়া রাস্তার নাম ফলক উন্মোচনের মাধ্য দিয়ে রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি ৩২গাইবান্ধা -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন চৌধুরী।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানাগেছে,ঘগ আইআরআই ডিপি-৩ প্রকল্পের আওতায় উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বেগুনবাড়ি হইতে আশকুর পর্যন্ত ও কামদিয়া ইউনিয়নের তেঘড়া ভায়া ঘোড়াঘাট পর্যন্ত এবং মহিষমুড়ি থেকে সুজা মসজিদ পর্যন্ত,তালুককানুপুর ইউনিয়নে দেবপুর মিস্তিপারা থেকে ফুলবাড়ী পর্যন্ত, দরবস্ত ইউনিয়নে বগুলাগাড়ী বুদার মোড় থেকে মিয়াপাড়া পর্যন্ত কাঁচা রাস্তা পাকা করন কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গোবিন্দগঞ্জ।
উদ্বোধন অনুষ্ঠানে কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন বাবলু চৌধুরী সভাপতিত্বে উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা এলজিডি নির্বাহী প্রকৌশলী জনাব মোঃসাবিউল ইসলাম,উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার,কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন,উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক তুহিন চৌধুরী, ছাত্র লীগ নেতা আহসানুল হক সুমন,তাঁতী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক। এছাড়াও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।