মোংলায় পাওনা টাকা চাওয়ায় ভ্যানচালক সহ তার স্ত্রীকে মারধর
- আপডেট টাইম : ০১:৫৪:৩৫ অপরাহ্ণ, সোমবার, ২৮ আগস্ট ২০২৩
- / ১৯৮ ৫০০০.০ বার পাঠক
: গত বুধবার দুপুর ১২ টায় ৭ নং কলেজ রোড আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা সংলগ্ন বায়না সালামের বাড়িতে ভাড়া থাকেন কবির হাওলাদারের ছেলে গরিব, অসহায়, ভ্যানচালক ওমর ফারুক। পার্শ্ববর্তী ২ নং ওয়ার্ড মোর্শেদ সড়কের সাবেক মিঠাখালী ইউনিয়নের চেয়ারম্যান ইসরাফিলের বাড়ি সংলগ্ন এলাকায় বসবাসকারী রাজ্জাকের সাথে দীর্ঘদিন যাবৎ একসাথে ব্যবসা করতেন ভ্যানচালক ওমর ফারুক। মোংলা প্রেসক্লাবের পাশের আড়ৎ থেকে রাজ্জাককে বাকিতে মাল এনে দেন ওমর ফারুক। আজকাল দিবো বলে দীর্ঘদিন টাকা ঘুরাতে থাকে সে।এক পর্যায়ে টাকা চাইতে গেলে সে ওমর ফারুককে মারধর করতে থাকে। রাজ্জাকের মা, স্ত্রী এই ঘটনা শুনে ওমর ফারুক এর বাড়ি গিয়ে ওমর ফারুককে না পেয়ে তার স্ত্রীর চুলের মুঠি ধরে টানা হেচড়া করিয়া ঘরের বাহিরে নামিয়ে আনেন। বিবাদীরা ওমর ফারুক এর স্ত্রী মাহিমা বেগমকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে। মারপিটের এক পর্যায়ে ওমর ফারুকের স্ত্রীর চিৎকারে আশপাশের ভাড়াটিয়ারা ঘটনাস্থলে উপস্থিত হইলে বিবাদীরা বিভিন্ন রকম ভয়-ভীতি দিয়ে আবার পুনরায় মারপিট করবে বলে হুমকি দিয়ে চলে যায়। এদিকে এলাকাবাসী ও তার স্বামী মাহিমা বেগমকে মুমূর্ষ অবস্থায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে মোংলা থানায় মাহিমা বেগমের স্বামী ভ্যানচালক ওমর ফারুক একটি অভিযোগ দায়ের করেন। এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা জানান, মাহিমা বেগমের চিৎকারে আমরা ভাড়াটিয়ারা দৌড়ে আসলে বিবাদীরা হুমকি ধামকি দিয়ে ঘটনা স্থান ত্যাগ করেন।