চট্টগ্রামে খোলা ড্রেনে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার
- আপডেট টাইম : ০৮:৫৩:০১ পূর্বাহ্ণ, সোমবার, ২৮ আগস্ট ২০২৩
- / ৮৮ ৫০০০.০ বার পাঠক
সোমবার ২৮ আগস্ট ২০২৩ চট্টগ্রামে শহরে নালায় পড়ে নিখোঁজ ইয়াছিন আরাফাত (১৮ মাস) নামে এক শিশুর মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় নালার এক কোণা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাশাপাশি পুলিশ ও সিটি করপোরেশন কর্মীরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
এর আগে রোববার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় কে এম হাশেম টাওয়ারের পাশে নালায় নিখোঁজ হয় ওই শিশুটি।
শিশু ইয়াছিন আরাফাত নগরীর রঙ্গীপাড়া এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।
নগরীর আগ্রাবাদ ফায়ার স্টেশনের অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেলে ঘটনার পর খবর পেয়ে আমাদের বিশেষ ডুবুরি দল তল্লাশি শুরু করে। রাতে অভিযান স্থগিত ঘোষণা করে ফায়ার সার্ভিস। সোমবার সকালে আবারও ইয়াছিনের খোঁজে অভিযান শুরু হয়। তবে পানি নেমে যাওয়ায় সকাল ৯টার দিকে নগরীর উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় নালার এক কোণা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ সময় পাশাপাশি পুলিশ ও সিটি করপোরেশন কর্মীরাও সহযোগীতা করে।
স্থানীয়দের ভাষ্য হচ্ছে, খেলতে গিয়ে অথবা রাস্তায় হাঁটতে গিয়ে শিশুটি সেখানে পড়ে গেছে।