প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- আপডেট টাইম : ০৫:১৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ২০১ ৫০০০.০ বার পাঠক
আমি শরীয়তপুর ডিসি অফিসের এল এ শাখার সার্ভেয়ার বাদল আমি রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলি। ও গণমাধ্যম এর প্রতি শ্রদ্ধাশীল গণমাধ্যম সঠিক তথ্য উপস্থাপন করবে এটাই আশা করি কিন্তু
গত ৩০-০৫-২০২৩ ইংরেজি তারিখে জাতীয় দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকায় প্রথম পাতার একটি সংবাদ প্রকাশ হয় যাহার শিরোনাম,শরীয়তপুর ডিসি অফিসে দুর্নীতি বাজদের আশ্রয়দাতা সার্ভেয়ার বাদল- এবং জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় গত ০৭-০৬-২০২৩ ইংরেজি প্রথম পাতার সংবাদ প্রকাশ হয়, শরীয়তপুরে জমি অধিগ্রহণ অবকাঠামো বিলের নামে সরকারি টাকা আত্মসাৎ , এবং দৈনিক সকালের সময় পত্রিকায় দ্বিতীয় সংখ্যা গত ০৯ -০৭-২০২৩ ইংরেজি তারিখে আরেকটি সংবাদ প্রকাশ হয় যাহার শিরোনাম, শরীয়তপুর চার লেন রাস্তার জমি অধিগ্রহণে অবকাঠামো বিলের নামে সরকারি টাকা আত্মসা , এছাড়া ডেলি নিউজ বিডি অনলাইন পত্রিকায় গত ০৬-০৬-২০২৩ ইংরেজি তারিখে সংবাদ প্রকাশ হয় যাহার শিরোনাম শরীয়তপুর ফোরলেন রাস্তার জমি অধিগ্রহণে অবকাঠামো বিলের নামে সরকারি টাকা আত্মসাৎ । যা ভিত্তিহীন, ও বানোয়াট, যে সংবাদ প্রকাশ হয়েছে তার কনো ভিত্তি নাই। আমাদের মানহানি করার জন্য। উদ্দেশ্য প্রণণিত ভাবে নিউজ গুলো করা হয়েছে, আমি শরীয়তপুর ডিসি অফিসের এল এ শাখার সার্ভেয়ার বাদল ও গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার তিমির মন্ডল এবং গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার আনিস আমরা কেউই শরীয়তপুর জেলার ,জাজিরা উপজেলার , পশ্চিম নাওডোবার কোন দালাল চক্রদের সাথে আমার অথবা আমাদের কোন ব্যক্তিগত যোগাযোগ নাই, একটি কুচক্রীমহল স্বার্থ হাসিল না হওয়ায় শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকার একটি দুষ্কৃতী চক্র রিপোর্টারকে মিথ্যা তথ্য দিয়ে মনগড়া লেখার কারণে আমার ও আমাদের মানহানি হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক ঘটনা ।
আমি শরীয়তপুর ডিসি অফিসের এল এ শাখার সার্ভেয়ার বাদল ও গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার তিমির মন্ডল, এবং গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার আনিস প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।