ব্রিকস মুদ্রা চালুর বিষয় কে কি ভাবছে?
- আপডেট টাইম : ০৬:৪৭:৫২ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ আগস্ট ২০২৩
- / ১০৫ ৫০০০.০ বার পাঠক
বিশ্বের পাঁচ বিকাশমান অর্থনীতির জোট ব্রিকসের চলমান শীর্ষ সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ব্রিকসভুক্ত দেশগুলোর অভ্যন্তরীণ বাণিজ্যের জন্য নিজস্ব মুদ্রা চালুর আহ্বান জানিয়েছেন।
তিনি যুক্তি দেখিয়ে বলেন ডলারের বিনিময় হার সব সময়ই ওঠানামা করে, তাই ব্রিকসের সদস্যদেশগুলো একটি নিজস্ব মুদ্রায় লেনদেন করতে পারে বলে তিনি মনে করেন।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকসের উক্ত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ধারণা করা হচ্ছে ব্রিকসের মতো একটি জোটের জন্য মুদ্রা চালু করা খুব একটা সহজ বিষয় হবেনা বলে অনেকে মনে করেন।
এ ধরনের প্রকল্পে কী ধরনের সমস্যা হতে পারে, সে বিষয়ে আলোচনা উপস্থাপন করেছেন ব্রিকসের কর্মকর্তা ও অর্থনীতিবিদেরা।
বিশেষ করে, ব্রিকসভুক্ত ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার ভৌগোলিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পার্থক্যের প্রেক্ষাপটে।
তবে ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বাস করেন না যে যারা ডলার ব্যবহার করে না,
এমন দেশগুলোকে বাণিজ্যে ডলার ব্যবহারে বাধ্য করা উচিত।
এ ছাড়া তিনি দক্ষিণ আমেরিকার মারকোসুর ব্লকভুক্ত দেশগুলোর মধ্যেও অভিন্ন মুদ্রা ব্যবহারের কথাও তুলে ধরলেন।
ব্রিকস সম্মেলনের প্লেনারি অধিবেশনে তিনি বলেন, ব্রিকসের মুদ্রা থাকলে আমাদের যেমন অর্থ পরিশোধের নানা পথ তৈরি হবে, তেমনি আমাদের অনিশ্চয়তাও কমবে। তিনি প্রশ্ন রাখেন-
কিন্তু অন্য ব্রিকস নেতারা কী ভাবছেন?
দক্ষিণ আফ্রিকার নেতারা অবশ্য বলেছেন, ব্রিকস মুদ্রা এবারের সম্মেলনের আলোচ্য সূচিতে নেই।
তবে-এর আগে গত জুলাইয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ব্রিকস মুদ্রা চালুর চিন্তা নেই।
এ ছাড়া দেশটির পররাষ্ট্রসচিব সম্মেলনের উদ্দেশে দেশ ত্যাগের আগে বলেন, সম্মেলনে নিজেদের মুদ্রায় ব্যবসা-বাণিজ্য করা যায় কি না, তা নিয়ে আলোচনা হবে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বলেছেন,
ডলারের বিপরীতে জাতীয় মুদ্রায় ব্যবসা-বাণিজ্য করা যায় কি না,
সে বিষয়ে আলোচনা হওয়াটা
উচিত বলে তিনি মনে করেন।
তবে এ বিষয় চীনকে অবশ্য এ বিষয়ে কোন মন্তব্য করতে দেখা যায়নি ।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মূলত আন্তর্জাতিক আর্থিক ও মুদ্রাব্যবস্থা সংস্কারের প্রসঙ্গে নিয়ে আলোচনা করেন।