খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যাপক দুর্নীতি হচ্ছে – আউটসোর্সিং খাতে
- আপডেট টাইম : ০৪:১৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
- / ২৪৮ ৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানান – খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যাপক দুর্নীতি হচ্ছে – আউটসোর্সিং খাতে। আউটসোর্সিং খাতে নিয়োগ বাণিজ্য চলছে। এমন অনেক লোক আছে – যাদের কাছ থেকে – তিন হতে সাত লক্ষ্য টাকা করে নেয়া হয়েছে চাকুরী দিবে বলে। কিন্তুু চাকুরী’র কোনো খবর নেই – ভুক্তভোগী’রা জানান, তারা আরো জানান – মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিস – উক্ত নিয়োগ বাণিজ্য করে – অনেককে নিঃস্ব করেছে। ঠিকাদার উক্তসব অপকর্মের লেনদেন করাচ্ছে – তাঁর লোক দ্বারা। উক্ত নিয়োগ বাণিজ্য নিয়ে – পুরনো ষ্ঠাফদের মাঝে অসতুষ্ঠি বিরাজ করছে, যার কারনে উক্ত হাসপাতালের কাজ কর্ম ঝুঁকিতে আছে। পুরনো ১০০ জন ষ্ঠাফ ঠিকাদারের কাছে ১৬ মাসের বেতন পাবে। আর ২০২ জন পাবে ৬ মাসের বেতন। মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিসের চেয়ারম্যান – হেমায়েত হোসেন ফারুকের নামে শ্রম মন্ত্রনালয়ে মামলা চলমান থাকা স্বত্বেও উক্ত প্রতিষ্ঠান কি করে অবৈধ নিয়োগ বাণিজ্য চালাচ্ছে ভেবে পাচ্ছেনা – খুলনার সুশীল সমাজ। উক্ত ব্যাপারে কেউ মুখ খুলতে চাইলে – তাঁকে চাকুরী থেকে বের করে দেয়ার হুমকি দেয়া হয়। উক্ত অবৈধ নিয়োগ বাণিজ্য’র হোতাকে আইনের আওতায় এনে – দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে – ভুক্তভোগীদের টাকা ফেরত দিয়ে, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে – রোগীদের সেবামূলক পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ জানান – প্রশাসনের প্রতি – খুলনার সুশীল সমাজ।