সোনারগাঁয়ে এরফান হোসেন দীপের উদ্যোগে বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
- আপডেট টাইম : ০৯:২৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- / ১৫৯ ৫০০০.০ বার পাঠক
নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোবারক হোসেন এর পুত্র মোবারক হোসেন স্মৃতি সংসদ এর চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য সোনারগাঁয়ে নৌকার মনোনয়ন প্রত্যাশী এরফান হোসেন দীপের উদ্যাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা এর ৯৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(৮ আগষ্ট) মঙ্গলবার বিকেলে মোগড়াপাড়া বাজারে অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, সোনারগাঁ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি লোকনাথ দও, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মোঃ সেলিম, উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা তাজউদ্দীন আহম্মেদ, মোগড়াপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা আরমান মাহমুদ, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, যুবলীগ নেতা শাহজালাল, আলী হোসেন, যুবলীগ নেতা সেলিম মিয়া, যুবলীগ নেতা রাসেল মিয়া, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি নাহিদুল ইসলাম খোকন, উপজেলা ছাএলীগ নেতা কবির প্রধান, ছাএলীগ নেতা শফিকুল ইসলাম শান্ত, আরাফাত ইসলাম, সিরাজ, মোঃ সাব্বির, হান্নানুর ইসলাম, ফয়সাল আহম্মেদ তপু,আরমান রাশেদ, সহ অন্যান গণ্যমান ব্যাক্তিবর্গ।
এ সময় এরফান হোসেন দীপ বলেন, ৮ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা এর ৯৩ তম জম্মদিন। এ মাসটি বাঙালী জাতির জীবনে একটি শোকের মাস। এ মাসে ঘাতকরা শেখ মুজিবুর রহমানসহ তার সহ পরিবারকে হত্যা করেছে। মৃত্যুর আগে ও স্বাধীনতা বঙ্গমাতা ছিলেন সহযোদ্ধা। তিনি সব সময় শেখ মুজিবুর রহমানকে সাহস ও মনোবোল জুুগিয়েছিলেন যার অনুপ্রেরণায় এ দেশ স্বাধীন হয়েছে। তাদের আমরা কখনো ভুলব না। আমরা তার শক্তিতে বলিয়ান হয়ে সোনারগাঁয়ে সকল নেতাকর্মীদের সাথে নিয়ে একসাথে কাজ করে আগামী সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দেবো।