হোমনায় মাননীয় প্রধানমন্ত্রী কতৃক ভূমিহীন- গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে ইউএনও’র প্রেস ব্রিফিং

- আপডেট টাইম : ০৩:৩০:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
- / ২৩৩ ৫০০০.০ বার পাঠক
কুমিল্লার হোমনা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্ধোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৭ আগস্ট সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ ইউএনও ক্ষেমালিকা চাকমা জানান, মুজিববর্ষে “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আগামী ৯ আগস্ট উপজেলায় ৩৩টি পরিবারকে ঘর ও ২ শতাংশ জমির দলিলসহ গৃহপ্রদান করা হবে। ইতোমধ্যে হোমনা উপজেলায় ১ম,২য়ও ৩য় পর্যায়ে ১৮৫টি পরিবারের ভূমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।
ইউএনও আরও জানান, উপজেলার ৬ টি ইউনিয়নের ১৩টি প্রকল্প এলাকায় ৪র্থ পর্যায়ে ঘনিয়ারচর আশ্রায়ন প্রকল্প ২৭টি, ছোট ঘাগুটিয়া আশ্রায়ন প্রকল্প-৩টি, ভিটিকালমিনা আশ্রায়ন প্রকল্প-২ টি,বিজয়নগর আশ্রায়ন প্রকল্প-১ টি মোট ৩৩টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের মধ্যদিয়ে উপজেলাকে শতভাগ ভূমি হীনও গৃহহীন উপজেলা ঘোষণার কথা রয়েছে।
এ সময় সহকারি কমিশনার( ভূমি) ইউসুফ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদ আহম্মেদ জাকির প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন।