গাজীপুরের কাশিমপুরের সুরাবাড়ী মৌজায় ভূমি দখলের চেষ্টা চলছে-থানায় অভিযোগ
- আপডেট টাইম : ১০:২০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
- / ২০৯ ৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানান – বাংলাদেশের গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন সুরাবাড়ী মৌজায় – মালেক নামের এক ব্যাক্তি – সিএস – ১০, এসএ – ৩১, হাল দাগ – ৩, পরিমান – ৫৬ শতক ভূমিতে – সরকারী খাজনা পরিশোধ করে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতে থাকে, যা সে তাঁর মা মালেকা বেগমের কাছ থেকে – হেবা দলিলের মাধ্যমে – ২৪/২/১১ ইং তারিখে ক্রয় করে – সরকারী বিধি মোতাবেক – জমাভাগ, নামজারী তাঁর নামে করে, তা স্বর্তেও – দুষ্কৃতকারীদ্বয় যথাক্রমে – ১/ আরাফান গোপাল(৫০), ২/ মোঃ জাহাঙ্গীর(৪৫)’ – উভয় পিতা – মোঃ রহম উদ্দীন, মাতা – অজ্ঞাত, উভয় সাং – সুরাবাড়ী, ৫ নং ওয়ার্ড, কাশিমপুর, গাজীপুর। ৩/ মোঃ ইদ্রিস মোল্লা(৪৫), পিতা – মৃত হোসেন মোল্লা, মাতা – অজ্ঞাত, সাং – বারেন্ডা, ৩ নং ওয়ার্ড, কাশিমপুর, গাজীপুর মহানগর, ৪/ মোঃ ওসমান, পিতা ও মাতা – অজ্ঞাত, সাং – সুরাবাড়ী, ৫ নং ওয়ার্ড, কাশিমপুর, গাজীপুর মহানগরদ্বয় সহ – অজ্ঞাত ১০ হতে ১২ জন দুষ্কৃতকারী ব্যাক্তি – তাঁর উক্ত ভূমি দখলের চেষ্টা করা সহ – মালেকের কাছে – ২০,০০০০০ টাকা চাঁদা দাবী করে, ও গত – ২১/৭/২৩ ইং তারিখ সকালে – অস্র নিয়ে – উক্ত ভূমিতে ইমারত তৈরীর শুরু করে – তখন মালেকের মাতা মালেকা বেগম – তাঁদের বাধা দিতে গেলে – দুষ্কৃতকারীরা মালেকা বেগমের উপর হামলা চালিয়ে আহত করে, রক্তাক্ত অবস্হায় মালেকা বেগমকে উদ্ধারের চেষ্টা করলে – তাঁদের হামলায় কয়েকজন আহত হন।
সন্তাসীদের সদস্য – গোপাল ও ইদ্রিস মোল্লা একাধিক মামলার আসামী, তবুও তারা সবার সামনে অপকর্ম করে যাচ্ছে – এদের ব্যাপারে – আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ ব্যাবস্হা নেয়ার অনুরোধ জানান – এলাকাবাসীরা।
উক্ত ব্যাপারে – কাশিমপুর থানায় লিখিত অভিযোগ করে – মালেক, উক্ত দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে সাজা প্রদান করে – ব্যাপারটির সঠিক সুরাহা করার অনুরোধ জানান – গাজীপুর জেলা পুলিশের প্রতি – গাজীপুরের সুশীল সমাজ।অনুসন্ধান চলছে