সোনারগাঁয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট টাইম : ০৩:৫১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- / ১৪৪ ৫০০০.০ বার পাঠক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আখতারুজ্জামান ওরফে দিলশান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। জানা যায়, মাদকের একটি বড় চালান চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ হয়ে ঢাকা প্রবেশ করবে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে ওই মাদকের চালান ধরতে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল -খ, শেখ বিল্লাল হোসেন ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাঁচপুর এলাকায় মহাসড়কের পাশে ওঁত পেতে থাকে। গতকাল সোমবার (১৭ জুলাই) দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস থেকে নেমে হেঁটে যাওয়ার সময় ৮০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আখতারুজ্জামান ওরফে দিলশান নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নীলফামারী জেলার সদর থানার ইটখোলা ইউনিয়নের কানিয়াল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।