ম্যানইউ জয়ে ফিরল
- আপডেট টাইম : ০৫:৩৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / ২৬৮ ৫০০০.০ বার পাঠক
খেলাধুলা ডেস্ক।।
ইংলিশ প্রিমিয়ার লিগে উত্থান-পতনের মধ্য দিয়ে চলা ম্যানচেস্টার ইউনাইটেড দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেয়েছে। ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডকে উড়িয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে ফিরেছে উলে গুনার সুলশারের দল।
ওল্ড ট্র্যাফোর্ডে রবিবার ৩-১ গোলে জিতেছে প্রতিযোগিতার সফলতম দলটি। মার্কাস র্যাশফোর্ড স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন আলান সাঁ-মাক্সিমাঁ। ড্যানিয়েল জেমসের গোলে ইউনাইটেড আবার এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান ব্রুনো ফের্নান্দেস।
পঞ্চম মিনিটে দারুণ এক সেভে ইউনাইটেডকে বাঁচান দাভিদ দে হেয়া। নিউক্যাসলের ফরোয়ার্ড জোয়েলিংটনের জোরালো শটে এক হাতে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান এই স্প্যানিশ গোলরক্ষক।
৩০তম মিনিটে র্যাশফোর্ডের দারুণ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তরুণ এই ইংলিশ ফরোয়ার্ড।
৩৫তম মিনিটে আরেকটি দুর্দান্ত সেভে জাল অক্ষত রাখেন দে হেয়া। পরের মিনিটে আর পারেননি তিনি। প্রতিপক্ষের ক্রস হেডে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি হ্যারি ম্যাগুইয়ার। জোরালো শটে বল জালে পাঠান সাঁ-মাক্সিমাঁ।
৫৭তম মিনিটে আবার এগিয়ে যায় গত দুই রাউন্ডে ড্র করা ইউনাইটেড। ফের্নান্দেসের পাস ছয় গজ বক্সের কোণায় পেয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন জেমস।
৭৫তম মিনিটে সফল স্পট কিকে দলকে জয়ের পথে এগিয়ে নেন ফের্নান্দেস। র্যাশফোর্ড ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় ইউনাইটেড।
২৫ ম্যাচে ১৪ জয় ও সাত ড্রয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট হলো ৪৯। অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারানো লেস্টার সিটি সমান পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে। আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যানচেস্টার সিটি ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে।
টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারানো ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ৪৫ পয়েন্ট নিয়ে চারে উঠেছে। ৪৩ পয়েন্ট নিয়ে চেলসি পাঁচে, ৪০ পয়েন্ট নিয়ে শিরোপাধারী লিভারপুল ছয়ে আছে।
৩৪ পয়েন্ট নিয়ে দশ নম্বরে আর্সেনাল।