কেরানীগঞ্জে ধসে পড়া ভবন থেকে ৮ জনকে উদ্ধার
- আপডেট টাইম : ০৭:০৯:১৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১
- / ৩৩০ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার চড়াইল খেলার মাঠ এলাকায় তিনতলা একটি ভবন ধসে পড়েছে। শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। এসময় ভবনে থাকা ৮ জন বাসিন্দা আটকা পড়েন। এরপর সাড়ে ৯টায় কেরানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে জীবিত অবস্থায় ওই ৮ জনকে উদ্ধার করেছে।
ওই ভবন মালিকের নাম ইলোন। পাশে আরও দুটি ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিসের অফিস ইনচার্জ ফারুক আহমেদ জানান, ঝিলের পানির মধ্যে কোনপ্রকার পাইলিং ছাড়াই অপরিকল্পিতভাবে একতলা ভবন তৈরির একবছর পর ওই ঝুঁকিপূর্ণ ভবনটি তিনতলা ভবনে রূপান্তর করা হয়। ছয়টি পরিবার বসবাস করে আসছিলো সেখানে। ভবনের নিচে পানি ও ঝিল থাকায় নির্মিত ভবনটি ধসে পানিতে পড়ে যায়।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল হোসেন জানান, কেরানীগঞ্জের বেশিরভাগ ভবন রাজউকের অনুমিত না নিয়ে তৈরি করছে। আর এ কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।