রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ শুভ উদ্বোধন

- আপডেট টাইম : ০৬:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ১৬০ ৫০০০.০ বার পাঠক
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রানিশংকৈলে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ শুভ উদ্বোধন।
“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৭ দিন ব্যাপি ভূমি সেবা সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের তত্বাবধায়নে ২২ থেকে ২৮ মে পর্যন্ত এই সেবা সপ্তাহ পালিত হবে।
এ উপলক্ষে সোমবার (২২ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও শরৎ চন্দ্র, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ,প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,রানিশংকৈল প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা। সভায় বক্তরা অনলাইনে জমির খাজনা প্রদান,ই নাম জারি,অনলাইনে বাড়িতে বসেই খাজনা প্রদান করাসহ ভূমি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং উপজেলার ৮ ইউনিয়নের ৫ টি ভূমি অফিসের আওতায় পাঁচ জনকে সর্বোচ্চ করদাতা হিসাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে ভূমি অফিসের সামনে সাত দিনের জন্য ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে হেল্প ডেক্স এর শুভ উদ্বোধন করা হয়।