পবিত্র মাহে রমজানে নগরজুড়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর ডমিনেশন পেট্রোলিং ও আইনশৃঙ্খলা তদারকি

- আপডেট টাইম : ১০:২৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ৩ ৫০০০.০ বার পাঠক
পবিত্র মাহে রমজানে নগরবাসী যাতে নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে এবং নগর জীবনে যেন শান্তি ও স্বস্তি অব্যাহত থাকে সেই লক্ষ্যে গত ০৮ মার্চ ২০২৫ খ্রি: বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় নগরীর এয়ারপোর্ট ও কাউনিয়া থানা এলাকায় ডমিনেশন পেট্রোলিং পরিচালনা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন বিএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম।
এ সময় তিনি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের চেকপোস্ট সমূহ তদারকি, নথুল্লাবাদ বাস স্ট্যান্ড সহ বিভিন্ন পাবলিক প্লেসে পথচারী, যাত্রী সাধারণ ও সংশ্লিষ্ট সেবা প্রত্যাশীদের সাথে কথা বলে যাত্রাপথে সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধ সম্পর্কে তাদেরকে সচেতন করেন।
এছাড়াও আইনশৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্টদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ রিয়াজ হোসেন, পিপিএম,সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) জনাব মশিয়ার রহমান সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা বৃন্দ।