গাজীপুর জেলার শ্রীপুরে-অসহায়ের ভূমি-দখলের চেষ্টা বিচার পাচ্ছেন না ডিসির কাছে
- আপডেট টাইম : ০১:১১:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ২৭৫ ৫০০০.০ বার পাঠক
তথ্য মতে-বাংলাদেশের টাকশাল গাজীপুরে,যার কারনে গাজীপুরের ভূমির মূল্য একটু বেশি।সে সুযোগ কাজে লাগানোর জন্য-এক শ্রেনীর লোক সর্বদা নিয়োজিত থাকে-গাজীপুরের ভূমি কি করে-দখল করবে।কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-নতুন ভূমি আইন করেছে-কাগজ যার ভূমি তাঁর।যার প্রেক্ষিতে-গাজীপুরের-ভূমি নিয়ে সরেজমিনে তদন্ত করে-বেরিয়ে আসে গাজীপুরের শ্রীপুরের-এক ভূমি কর্তৃপক্ষের করুন কাহিনী।গত-১৩/০৫/২০২৩ইং-তারিখে-ছলিমা খাতুন নামের এক নারী-অন্যান্য দিনের মতো-তাঁর পরিবারের সদস্যদের নিয়ে-নিজ ভূমিতে বসবাস করতে ছিল,উক্ত দিনে-ভূমি দখলের চেষ্টায়-সন্ত্রাস বাহিনীর সদস্যা-মনির হোসেন,জাহাঙ্গীর আলম ও তাঁর স্ত্রী হাজেরা খাতুন ও তাঁদের সন্তান-আরাফাত ইসলাম সবুজ,নাজমা,নাইমা আক্তার,শাহিনুর আক্তার,হাফিজা আক্তার সহ অন্যান্য সন্ত্রাসীরা মিলে-ছলিমা খাতুনের ভূমির উপর দিয়ে-রাস্তা বানানোর নামে-ভূমি দখলের চেষ্টা করলে-তাঁদের উক্ত বিষয়ে জিজ্ঞেস করলে-তারা বলে-পুরনো রাস্তায় হবে না,নতুন রাস্তা তৈরি করতে হবে।যার কারনে ছলিমা ও তাঁর কন্যা ফেরদৌসী বেগম তাঁদের বাধা দিলে-ওরা ক্ষিপ্ত হয়ে ছলিমা,ফেরদৌসী ও নাবালিকা মেয়ে-উম্মে হাবিবা সহ আন্যান্য কয়েকজনকে-মারধর করে লোহা দিয়ে-শরীরের বিভিন্ন স্থানে ও ১৭,৫০০ টাকা দামের টাচ মোবাইল সেট আছাড় দিয়া ভাঙ্গিয়া ফেলে।পরবর্তীতে ট্রিপল নাইনে কল করিলে-পুলিশ ঘটনাস্থলে আসার পূর্বে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।পালিয়ে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে-ভূমি দখলের জন্য,যার পরবর্তীতে-১৩/০৫/২০২৩ ইংরেজি তারিখে-ফেরদৌসী বেগম বাদী হয়ে-উক্ত দুষ্কৃতকারীদের নামে-গাজীপুরের শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন,এ ব্যাপারে-শ্রীপুর থানার থানার ওসি-আবুল ফজল মোঃ নাসিম,গণমাধ্যমকে বলেন-উক্ত দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে সাজা প্রদান করার ব্যবস্থা করছি আমি, একটি বিশেষ থানা পুলিশের টিম দ্বারা।