ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর জেলার, মঠবাড়িয়া উপজেলায়, অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার সদর দক্ষিন থানার এস আই জিয়ার বিরুদ্ধে সাংবাদিকদের সাথে অশদাচরণের : স্বরাষ্ট্র উপদেষ্টার বরাবরে বিচার দাবি নান্দাইলে বাশহাটি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ড. ইউনূসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা আজহার ১৩ মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব জামান টাওয়ারের ৬ তলায় আগুনের সূত্রপাত, কাজ করেনি ফায়ার সেফটি: ফায়ার সার্ভিস সমন্বয়কদের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুর জেলার শ্রীপুরে-অসহায়ের ভূমি-দখলের চেষ্টা বিচার পাচ্ছেন না ডিসির কাছে 

দৈনিক সময়ের কন্ঠ ক্রাইম রিপোর্ট
  • আপডেট টাইম : ০১:১১:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
  • / ২৮০ ৫০০০.০ বার পাঠক

তথ্য মতে-বাংলাদেশের টাকশাল গাজীপুরে,যার কারনে গাজীপুরের ভূমির মূল্য একটু বেশি।সে সুযোগ কাজে লাগানোর জন্য-এক শ্রেনীর লোক সর্বদা নিয়োজিত থাকে-গাজীপুরের ভূমি কি করে-দখল করবে।কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-নতুন ভূমি আইন করেছে-কাগজ যার ভূমি তাঁর।যার প্রেক্ষিতে-গাজীপুরের-ভূমি নিয়ে সরেজমিনে তদন্ত করে-বেরিয়ে আসে গাজীপুরের শ্রীপুরের-এক ভূমি কর্তৃপক্ষের করুন কাহিনী।গত-১৩/০৫/২০২৩ইং-তারিখে-ছলিমা খাতুন নামের এক নারী-অন্যান্য দিনের মতো-তাঁর পরিবারের সদস্যদের নিয়ে-নিজ ভূমিতে বসবাস করতে ছিল,উক্ত দিনে-ভূমি দখলের চেষ্টায়-সন্ত্রাস বাহিনীর সদস্যা-মনির হোসেন,জাহাঙ্গীর আলম ও তাঁর স্ত্রী হাজেরা খাতুন ও তাঁদের সন্তান-আরাফাত ইসলাম সবুজ,নাজমা,নাইমা আক্তার,শাহিনুর আক্তার,হাফিজা আক্তার সহ অন্যান্য সন্ত্রাসীরা মিলে-ছলিমা খাতুনের ভূমির উপর দিয়ে-রাস্তা বানানোর নামে-ভূমি দখলের চেষ্টা করলে-তাঁদের উক্ত বিষয়ে জিজ্ঞেস করলে-তারা বলে-পুরনো রাস্তায় হবে না,নতুন রাস্তা তৈরি করতে হবে।যার কারনে ছলিমা ও তাঁর কন্যা ফেরদৌসী বেগম তাঁদের বাধা দিলে-ওরা ক্ষিপ্ত হয়ে ছলিমা,ফেরদৌসী ও নাবালিকা মেয়ে-উম্মে হাবিবা সহ আন্যান্য কয়েকজনকে-মারধর করে লোহা দিয়ে-শরীরের বিভিন্ন স্থানে ও ১৭,৫০০ টাকা দামের টাচ মোবাইল সেট আছাড় দিয়া ভাঙ্গিয়া ফেলে।পরবর্তীতে ট্রিপল নাইনে কল করিলে-পুলিশ ঘটনাস্থলে আসার পূর্বে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।পালিয়ে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে-ভূমি দখলের জন্য,যার পরবর্তীতে-১৩/০৫/২০২৩ ইংরেজি তারিখে-ফেরদৌসী বেগম বাদী হয়ে-উক্ত দুষ্কৃতকারীদের নামে-গাজীপুরের শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন,এ ব্যাপারে-শ্রীপুর থানার থানার ওসি-আবুল ফজল মোঃ নাসিম,গণমাধ্যমকে বলেন-উক্ত দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে সাজা প্রদান করার ব্যবস্থা করছি আমি, একটি বিশেষ থানা পুলিশের টিম দ্বারা।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুর জেলার শ্রীপুরে-অসহায়ের ভূমি-দখলের চেষ্টা বিচার পাচ্ছেন না ডিসির কাছে 

আপডেট টাইম : ০১:১১:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩

তথ্য মতে-বাংলাদেশের টাকশাল গাজীপুরে,যার কারনে গাজীপুরের ভূমির মূল্য একটু বেশি।সে সুযোগ কাজে লাগানোর জন্য-এক শ্রেনীর লোক সর্বদা নিয়োজিত থাকে-গাজীপুরের ভূমি কি করে-দখল করবে।কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-নতুন ভূমি আইন করেছে-কাগজ যার ভূমি তাঁর।যার প্রেক্ষিতে-গাজীপুরের-ভূমি নিয়ে সরেজমিনে তদন্ত করে-বেরিয়ে আসে গাজীপুরের শ্রীপুরের-এক ভূমি কর্তৃপক্ষের করুন কাহিনী।গত-১৩/০৫/২০২৩ইং-তারিখে-ছলিমা খাতুন নামের এক নারী-অন্যান্য দিনের মতো-তাঁর পরিবারের সদস্যদের নিয়ে-নিজ ভূমিতে বসবাস করতে ছিল,উক্ত দিনে-ভূমি দখলের চেষ্টায়-সন্ত্রাস বাহিনীর সদস্যা-মনির হোসেন,জাহাঙ্গীর আলম ও তাঁর স্ত্রী হাজেরা খাতুন ও তাঁদের সন্তান-আরাফাত ইসলাম সবুজ,নাজমা,নাইমা আক্তার,শাহিনুর আক্তার,হাফিজা আক্তার সহ অন্যান্য সন্ত্রাসীরা মিলে-ছলিমা খাতুনের ভূমির উপর দিয়ে-রাস্তা বানানোর নামে-ভূমি দখলের চেষ্টা করলে-তাঁদের উক্ত বিষয়ে জিজ্ঞেস করলে-তারা বলে-পুরনো রাস্তায় হবে না,নতুন রাস্তা তৈরি করতে হবে।যার কারনে ছলিমা ও তাঁর কন্যা ফেরদৌসী বেগম তাঁদের বাধা দিলে-ওরা ক্ষিপ্ত হয়ে ছলিমা,ফেরদৌসী ও নাবালিকা মেয়ে-উম্মে হাবিবা সহ আন্যান্য কয়েকজনকে-মারধর করে লোহা দিয়ে-শরীরের বিভিন্ন স্থানে ও ১৭,৫০০ টাকা দামের টাচ মোবাইল সেট আছাড় দিয়া ভাঙ্গিয়া ফেলে।পরবর্তীতে ট্রিপল নাইনে কল করিলে-পুলিশ ঘটনাস্থলে আসার পূর্বে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।পালিয়ে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে-ভূমি দখলের জন্য,যার পরবর্তীতে-১৩/০৫/২০২৩ ইংরেজি তারিখে-ফেরদৌসী বেগম বাদী হয়ে-উক্ত দুষ্কৃতকারীদের নামে-গাজীপুরের শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন,এ ব্যাপারে-শ্রীপুর থানার থানার ওসি-আবুল ফজল মোঃ নাসিম,গণমাধ্যমকে বলেন-উক্ত দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে সাজা প্রদান করার ব্যবস্থা করছি আমি, একটি বিশেষ থানা পুলিশের টিম দ্বারা।