দৌলতপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৫:৩১:২৯ অপরাহ্ণ, সোমবার, ১৫ মে ২০২৩
- / ২৯২ ৫০০০.০ বার পাঠক
আজ সোমবার ১১টায় দৌলতপুর থানা সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন মানিকগঞ্জ জেলা পুলিশ, ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ গোলাম আজাদ পি,পি,এম(বার) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মারুফা নাজনিন অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল,মানিকগঞ্জ, আরো উপস্থিত ছিলেন জনাব মোঃআব্দুল কদ্দুস সাধারন সম্পাদক দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ, ফরিদ আহম্মেদ সদস্য মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ, মোঃবেলায়েত হোসেন চেয়ারম্যান জিয়ন পুর (ইউ,পি)ও সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগ, উন্মুক্ত এ আলোচনায় সুশিল সমাজের ব্যাক্তি বর্গ গন তুলে ধরেন নানান জটিলতা এর মধ্যে মাদক সিন্ডিকেট নিয়ে আলোচনায় এক বক্তা দৌলতপুর থানাকে তিন জেলার ট্রানজিট হিসেবে আখ্যায়িত করে বলেন টাংগাইল জেলা সহ সিরাজগঞ্জ ওপাবনা জেলার এক অংশ আমাদের দৌলতপুর কে রুট হিসাবে ব্যবহার করতেছে অতিদ্রুত এর ব্যবস্থা না নিলে ধংস হবে যুব সমাজ,সেই সাথে নব্য অফিসারস ইনচার্জ মোঃসফিকুল ইসলা মোল্যা কে বিশেষ ধন্যবাদ যানান তিনি,কারন সফিকুল ইসলাম মোল্যা যোগদানের ৪৮ঘন্টার মধ্যে ১৫০০পিচ ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেন তিনি,এ এঅভিযান অব্যাহত রাখার বিশেষ অনুরোধ করেন,ওপেন হাউজ ডে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব সফিকুল ইসলাম মোল্যা অফিসার্স ইনজার্জ দৌলতপুর থানা।