চশমা প্রতিক নিয়ে জনগনের দ্বারপ্রান্তে পারভীন আক্তার
- আপডেট টাইম : ০৩:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ৩৪১ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর সিটিকর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন ২,২,৩ এ সাবেক কাউন্সিলর পারভীন আক্তার নির্ধারিত তারিখে প্রতিক বরাদ্ধের দিনে তার পছন্দের প্রতিক চশমা পেয়েছেন,,তার চাওয়া টা পাওয়ায় পরিনত হওয়ায় ব্যাপক আনন্দ উদ্দীপনায় তার সমর্থক নেতাকর্মী আমজনতা ও সাধারণ ভোটারগণে।
গাজীপুর সিটিকর্পোরেশন এর ১,২,৩,সংরক্ষিত আসনের সাবেক এই কাউন্সিলর পারভীন আক্তার সাধরণ ভোটার ও জনগনের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন সহ নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন,এবার ১,২,৩, সংরক্ষিত আসনে গনযোয়ার উঠেছে পারভীন আক্তার এর, তাছাড়া তার পছন্দের প্রতিক চশমাটও প্রতিক বরাদ্ধে সে পেয়েছেন,,এবার সে নিঃসন্দেহ ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ।
তবে পারভীন আক্তার বলেছেন ভোটে হারজিত থাকবে,তবে আল্লাহ আমাকে প্রতিবারের মত এবারো চশমা প্রতিক ঘরে পৌছে দিয়েছেন লাখো কোটি শুলরিয়া,,আমহ চাইলেও জনগন থেকে দূরে থাকতে পারবনা,জনগন আমাকে দূরে সরিয়ে রাখেনি,তাদের সুখে দুঃখে আমাকে স্বরন করেছে, আমিও আমার সাধ্যমত পাশে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ।
আমি অপশক্তির কাছে মাথা নত করিনা,আমার বাবা এদেশের লাল সবুজের পতাকে আনতে যুদ্ধ করেছেন,গোপালগঞ্জের টুঙ্গি পাড়ার ছেলে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়াদিয়ে দেশের জন্য যুদ্ধ করেছেন,আমি গর্বিত যে আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান,আমার বাবা এ দেশের জন্য যুদ্ধ করেছেন, আমি মহানগর ১, ২,৩ নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে,টাউট বাটপারের বিরুদ্ধে,দালাল সন্ত্রাস চাঁদাবাজ ভূমি দখলবাজদের বিরুদ্ধে যুদ্ধ করবো।
আমি সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডকে আঁধুনিকতায় সাজাতে অক্লান্ত পরিশ্রম করে যাব ইনশাআল্লাহ।জনগনের মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করে যাব,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে কাজ করে যাব ইনশাআল্লাহ,আমাকে দ্বিতীয় বার অর্থাৎ আর একটিবার আপনাদের সেবা করার সুযোগদিন,আপনার মুল্যবান ভোটটি আমাকে প্রদান করুন, আমি ওয়ার্ড কে আঁধুনিকতায় সাজিয়ে দিব ইনশাআল্লাহ।
প্রিয় এলাকাবাসী আমি আপনাদেরই পারভীন,জানিনা আপনাদের বিশ্বাস আস্থা ভালবাসার প্রতিদান কতটুকু দিতে পেরেছি বা পারবো,তবে আমি আমার দৃষ্টিকে সবসময় সর্বজনীন পর্যায়ে রাখার চেষ্টা করি,আমি আলোতে মুগ্ধ তুষ্ট নই তুষ্ট আলোর উৎস সুর্যে,তার পরেও বলবো আমার রাজনৈতিক বিষয়ে ও সার্বিক বিষয় নিয়ে,যদি কারো কোনো অভিযোগ অনুযোগ বা পরামর্শ থাকে,তাহলে আপনারা আমাকে নির্দ্বিধায় নিঃসংকোচে বলতে পারেন আমি তা আমার সাধ্যমত সমাধানের চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।
আপনাদের পারভীন।