মিষ্টি কুমড়া প্রতিক নিয়ে তৃতীয় বারের মত বিজয়ের লক্ষে সাইজ উদ্দিন মোল্লা
- আপডেট টাইম : ০৩:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ৩৮৬ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর সিটিকর্পোরেশন নির্বাচনে ৩ নং ওয়ার্ড থেকে বার বার নির্বাচিত সফল কাউন্সিলর আলহাজ্ব সাইজ উদ্দিন মোল্লা,টানা তৃতীয় বারের মত বিজয়ের লক্ষে মঙ্গলবার ০৯ ই মে ২০২৩ মিষ্টি কুমড়া প্রতিক নিয়ে জনগনের দ্বারপ্রান্তে।
পছন্দের প্রতিক নিয়ে আলহাজ্ব সাইজ উদ্দিন মোল্লার সমর্থকদের আনন্দ উৎসব উদ্দীপনা,,বিশেষ করে চাওয়া টা যদি পাওয়ায় পরিনত হয় তাহলে কে না আনন্দে আত্নহারা হয়।
সাবেক দুই দুই বারের নির্বাচিত সফল কাউন্সিলর আলহাজ্ব সাইজ উদ্দিন মোল্লা বলেন,,বিগত দশ টি বছর জনগনের কাছে পরিক্ষা দিয়েছি,আমি নতুন করে পরিক্ষা দিতে আসেনি,জনগন আমাকে পেতে বা তাদের কাউন্সিলর কে পাওয়ার জন্য,সুখ দুঃখের কথা বলার জন্য উত্তরায় যাওয়া লাগেনি উত্তরায় জাওয়া লাগবেওনা,জনগন এই ৩ নং ওয়ার্ডে ঘুমায় আমিও এই ৩ নং ওয়ার্ডে ঘুমাই,আমি ৩ নং ওয়ার্ড এর জন্য কি করেছি বা করেনি সেটা জনগন ভালই জানে,সুতরাং ভোট দিবে জনগ,কিছু অসাধু ব্যাক্তি জনগনকে পয়সা দিয়ে ক্রয় করার চেষ্টা করছে,আরে বাবা অপকৌশল করে লাভ হবেনা,টাকা দিয়ে সব কেনা জায় ভালবাসা নয়।
জনগন আমাকে ভালবাসে সেটা কুচক্রীমহলেরা টাকা দিয়ে কিনতে পারবেনা,কুচক্রীমহলেরা যতই অপকৌশল অবলম্বন করুক না কেনো সত্য সততার কাছে হার মানবেই।
প্রিয় এলাকাবাসী আমি আপনাদেরই সাইজ উদ্দিন,আমাকে আরেকটিবার সুযোগদিন,আপনার মুল্যবান ভোট টি মিষ্টি কুমড়ায় দিন,আমি ৩ নং ওয়ার্ড কে আঁধুনিকতায় সাজিয়ে দিব ইনশাআল্লাহ,ওয়ার্ড কে আঁধুনিকতায় গড়তে,ওয়ার্ড এর অসামাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে আরেকটিবার আমাকে সুযোগদিন,আপনার মুল্যবান ভোটটি আপনাদেরই পছন্দের প্রতিক মিষ্টি কুমড়া প্রতিকে প্রদান করুন,,কথা হবে একটাই ভোট হবে কুমড়ায়,মেহনতি মানুষের সেবা করার সুযোগদিন মিষ্টি কুমড়ায় ভোট দিন,২৫ শে মে সারাদিন মিষ্টি কুমড়ায় ভোট দিন,সাইজ উদ্দিন মোল্লার মার্কা মিষ্টি কুমড়া মার্কা।