জনসমর্থনে এগিয়ে সর্ন পদক প্রাপ্ত কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা
- আপডেট টাইম : ০৮:২৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
- / ১৫৭ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে ইতিমধ্যেই জনগনের মনে জায়গা করে নিয়েছেন কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা। তিনি পর পর দুই বারের নির্বাচিত সফল কাউন্সিলর।
সাইজ উদ্দিন মোল্লা তার প্রতি এলাকার জনগণের সমর্থনের উপর আস্থা এবং ভালোবাসার প্রতি পূর্ন স্রদ্ধ্যা রেখে আগামী ২৫শে মে গাজীপুর সিটিকর্পোরেশন নির্বাচনে তৃতীয় বারের মতো ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, ২০১৩ সালের ৭ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে প্রথম কাউন্সিলর নির্বাচিত হন তিনি। এরপর নিজ নির্বাচনি ওয়ার্ডে বিভিন্ন পর্যায়ে উন্নয়ন মূলক কাজ শুরু করেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২০১৮ সালের ২৬ জুন জনগন তাকে দ্বিতীয় দফায় কাউন্সিলর হিসেবে পূনরায় নির্বাচিত করেন। দ্বিতীয় দফায় তিনি নির্বাচিত হলে এই ওয়ার্ডে উন্নয়নের ধারা বাড়তে থাকে।
সরেজমিনে দেখা যায়, মহানগরীর কাশিমপুর ৩ নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা-ঘাট থেকে শুরু করে মসজিদ-মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ব্যাপক উন্নয়নের ছোয়া। প্রায় বিশ থেকে পঁচিশটি রাস্তায় ইট সলিং, কার্পেটিং ও আর সি সি ঢালাই করেছেন। এছাড়াও কয়েকটি রাস্তার কাজ চলমান রয়েছে। জানা যায়, নিজ অর্থায়নে হাতিমারা হাই স্কুল এন্ড কলেজে একটি শহীদ মিনার নির্মান করেন। বিভিন্ন মসজিদ-মাদ্রাসা, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে নীজ তহবিল থেকে বিপুল অর্থ অনুদানের তথ্যও পাওয়া যায়। নিজ ওয়ার্ডের ৪৬ টি মসজিদে অর্থ সহযোগিতা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। বর্তমানে তিনি বাড়েন্ডা লালদিঘী জামে মসজিদের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পদে দ্বায়িত্বরত রয়েছেন। এর আংশিক চিত্র নিন্মে তুলে ধরা হল-
দাতা সদস্য- হাতিমারা হাই স্কুল এন্ড কলেজ। সভাপতি- হাতিমারা প্রাথমিক বিদ্যালয়। সভাপতি- এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সভাপতি- লালদিঘী দারুল উলুম দাখিল মাদ্রাসা। প্রতিষ্ঠাতা পরিচালক- বাড়েন্ডা মডেল একাডেমী। প্রতিষ্ঠাতা পরিচালক- বাড়েন্ডা নিজাম উদ্দিন কলেজ।
এ ছাড়াও দীর্ঘ চল্লিশ বছর যাবত তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সক্রিয় রাজনীতি করে আসছেন। এবং ১৯৮৮ সালে সৌদ আরবে থাকা অবস্থায়ও তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তৎকালীন সৌদি আরবের রিয়াদ আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিনের সাথে আওয়ামীলীগের রাজনীতি করেন তিনি। নিম্মে তার রাজনৈতিক জীবনের পদ পদবি তুলে ধরা হলো-
১৯৯৪ সালে কাশিমপুর ইউনিয়ন (সাবেক) যুবলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এরপর দীর্ঘদিন কাশিমপুর ইউনিয়ন (সাবেক) সেচ্ছাসেবকলীগের আহবায়ক এর দ্বায়িত্ব পালন করেন।তিনি কাশিমপুর থানাধীন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দ্বায়িত্ব পালন করেন এবং বর্তমানে তিনি কাশিমপুর থানা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
শিক্ষা, সামাজিক ও রাষ্ট্রীয় কাজে প্রশংসনীয় ভূমিকা রাখায় এই কাউন্সিলরকে বিভিন্ন বেসরকারি সংস্থা, রাষ্ট্র ও আন্তর্জাতিকভাবে তাকে একাধিক পদকে ভূষিত করেন। নিম্মে তার একাংশ তুলে ধরা হলো-
কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা ২০১৫ সালে অতীশ দীপঙ্কর গোল্ড মেডেল ও শেরে বাংলা স্বর্ণপদক পান। ২০১৭ সালে মহাত্মা গান্ধী শান্তি পদক ও বাংলাদেশের শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে বঙ্গবন্ধু স্মৃতি পদক পান। ২০২২ সালে ভারত বাংলাদেশ অ্যায়ার্ড পান। এছাড়াও ২০১৭ সালের ৩০ নভেম্বর ভারতের কলকাতায় আন্তর্জাতিক সাহিত্য সন্মেলনে ভারতমাতা স্বর্ণপদক পান।
একান্ত সাক্ষাৎকারে কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি। আমি দেশরত্ন শেখ হাসিনার রাজনীতি করি এবং জনগণের রাজনীতি করি। আমি বর্তমানে জনগনের সেবক হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশন এর ৩নং ওয়ার্ড কাউন্সিলর এবং কাশিমপুর থানা আওয়ামীলীগ এর ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্বে আছি। আমাকে জনগন ভালবেসে দুইবার নির্বাচিত করেছেন। আমি আমার সাধ্যমতো এলাকার উন্নয়ন করে যাচ্ছি। আমি যদি জনগণের আশানুরূপ এলাকার উন্নয়ন করে থাকি তাহলে আশা রাখি আগামী (২৫শে মে ২০২৩) সিটিকর্পোরেশন নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়ের ধারা অব্যাহত রেখে তৃতীয় বারের মতো কাউন্সিলর হিসেবে জয়েন্ট করে পুনরায় জনগণের পাশে থেকে তাদের সেবা করার সুযোগ করে দিবে।
এ সময় তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেকোন অবস্থায় বাংলাদেশ আওয়ামীলীগের গনতন্ত্রের প্রতি স্রদ্ধ্যা রেখে আওয়ামীলীগের রাজনীতি করে যেতে চাই এবং মৃত্যুর আগ পর্যন্ত জনগণের পাশে থেকে জনসেবা করে যেতে চাই।