সংবাদ শিরোনাম ::
খুলনা সিটির ৪ নং ঘাটে চলছে-রমরমা মাদক ব্যাবসা
দৈনিক সময়ের কন্ঠ অনুসন্ধান ক্রাইম রিপোর্ট
- আপডেট টাইম : ১০:২৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ২৮১ ৫০০০.০ বার পাঠক
-সূএ তথ্য মতে জানান-বাংলাদেশের খুলনা জেলার খুলনা সিটি কর্পোরেশন এলাকার-৪ নং ঘাটে চলছে রমরমা মাদক ব্যাবসা,প্রশাসনকে ম্যানেজ করে।আনসার ক্যাম্পের পেছন,মসজিদের পেছনে,রেললাইনের আশেপাশে,রেলওয়ে অর্গানের পেছনে,বড় পুকুরের আশেপাশে,প্রভাতী স্কুলের পেছনে,ও অন্যান্য জায়গায়-দুষ্কৃতকারীরা উক্ত অপকর্ম করে থাকে জানা যায়।উঠতি বয়সি যুবক যবতীরা উক্ত মাদক ব্যাবসায়ীদের মূল টার্গেট।প্রভাবশালী মহলকে হেনস্তা করছে-তারা-মাদক বিক্রির টাকা দিয়ে।রাতের আধারে-উক্ত মাদক ব্যাবসায়ীরা ছিনতাইও করছে,তাদের কারনে অনেক মানুষ নিঃস্ব হয়েছে।উক্ত দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে খুলনা রেলওয়ে এলাকায় সুন্দর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ জানান-খুলনার সুশীল সমাজ।
আরো খবর.......