কাপাসিয়ার রানীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে দুই কিশোরী নিখোঁজ
- আপডেট টাইম : ০৮:১৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
- / ১১৩ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের কাপাসিয়ার রানীগঞ্জে দুই কিশোরী মেয়ে ইয়াসমিন
ও ইমা আক্তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দুপুর বেলা কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ইয়াসমিন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের আঃ রহিম মিয়ার মেয়ে ও ইমা আক্তার ইকবাল হোসেনের মেয়ে। নিখোঁজদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে পলাশ ফায়ার সার্ভিস, টঙ্গীর ডুবুরি দল ও এলাকার স্হানীয় জেলে সম্প্রদায়ের লোকজন।
পলাশ ফায়ার সার্ভিস খবর পেয়ে উদ্ধার অভিযানে বেরিয়ে যান।পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারি জানান, শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার অভিযানে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অংশ নিয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত দুই কিশোরীকে উদ্ধার করা যায়নি।সকাল থেকে পূনরায় অভিযান চালিয়ে ৯টার দিকে একটি লাশ উদ্ধার করা হয় এবং সকাল ১০ঃ৩০ মিনিটে অভিযান অব্যাহত গতিতে চলমান রয়েছে।