গাজীপুর মহানগর ৩ নং ওয়ার্ড এর ভোট হবে জনপ্রিয়তায় নাকি কালো টাকায়
- আপডেট টাইম : ০২:৫৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
- / ৪১৩ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর সিটিকর্পোরেশন নির্বাচনে ৩ নং ওয়ার্ড এর জনপ্রিয়তায় কেউ কারো চেয়ে কমতি নেই,,চলছে শুধু প্রচার প্রচারনা,,সাবেক দুই দুই বারের কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা,,তার পাশাপাশি একই বংশ পরিবার থেকে শাহীন মোল্লা,,একই দিকে ধাপিত,,কিছু সংখ্যক ব্যাক্তি সরাসরি বলছেন ভোট দিবেন কাকে পাশাপাশি মোল্লা বংশ একই পরিবার থেকে তরুন উদীয়মান নব্য কাউন্সিলর পদপ্রার্থী শাহীন মোল্লার দিকে ধাপিত হয়েছেন অগনিত ভোটার ও সমর্থকরা,,তবে দুই দুই বারের কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা একাধিকবার নির্বাচিত বিঁধায় তারও জনপ্রিয়তার কমতি নেই,,শাহীন মোল্লা ও সাইজ উদ্দিন মোল্লা আওয়ামীলীগ পন্থী প্রার্থী হওয়ায়,,জামাত বিএনপি সমর্থক ইদ্রিস মোল্লা তার ভাই বললেন মাথা ঝাড়া দিয়ে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন,অপশক্তি রা ,অপরদিকে শাহীন মোল্লাকে দলীয় ভাবে সরাসরিভাবে সাপোর্ট না করলেও,,আওয়ামীলীগ এর দলীয় অনেক সিনিয়র নেতা কর্মীরা দিয়ে যাচ্ছেন ব্যাপক আকারে সাপোর্ট,,তবে সাইজ উদ্দিন মোল্লা যে সাপোর্ট পাচ্ছেনা তা কিন্তুু নয়,,পাশাপাশি প্রশ্ন উঠে আসছে গাজীপুরের সাবেক বহিস্কার মেয়র জাহাঙ্গীর কে সাপোর্ট করে চলেছেন সাইজ উদ্দিন মোল্লা,,জাহাঙ্গীর এর সাথে গোপন বৈঠক করেছেন সাইজ উদ্দিন মোল্লা এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার হয়,,সবকিছু উপেক্ষা করে প্রচার প্রচারনায় এগিয়ে আছেন সাইজ উদ্দিন মোল্লা,,আওয়ামীলীগ এর তৃণমূল এর নেতাকর্মী হয়েও প্রচার করছেন না নৌকার,,অনেকটা চাচা আপন প্রান বাঁচা এমনই অবস্থা।তবে নির্বাচনীয় এলাকা থেকে গোপন সংবাদ পাওয়া যাচ্ছে,প্রার্থীদের জনপ্রিয়তা থাকতেও ভোট কিনতে মরিয়া হয়ে কাজ করছেন প্রার্থীদের স্বজন ও সমর্থক এরা,,সাধারণ মানুষ সহজ সরল ভোটারদের ন্যাশনাল আইডিকার্ড এর ফটোকপি জমা রেখে দিয়ে যাচ্ছেন টাকার বান্ডিল,,অবৈধ পন্থা অবলম্বন করে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় প্রার্থীর স্বজন সমর্থকদের,,পাশাপাশি দালাল চক্রের উপদ্রব বেড়েই চলেছে হরদম,টাকার বান্ডিল নিতে ভুল করছেন না তারা,,ভোট কেনা বেচা করতে দালালদের তৎপরতা,,সব মিলিয়ে প্রশাসনের সুদৃষ্টিই পারবে নিরাপেক্ষ নির্বাচন উপহার দিতে।সময়ের কন্ঠ পত্রিকায় চোখ রাখুন