পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুয়ারে সরকারের কর্মসূচি সরজমিনে দেখতে হাজির প্রধান কুতুবউদ্দিন লস্কর
- আপডেট টাইম : ০৯:২৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ৩৫৩ ৫০০০.০ বার পাঠক
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চলের বরিজপুর প্রাথমিক বিদ্যালয়ে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুয়ারে সরকারের কর্মসূচি পালন বাস্তবায়নে রূপ দিতে ক্যাম্প পরিদর্শন করেন মগরাহাট পশ্চিমের ১,নাম্বার, পঞ্চায়েত সমিতি র অধীনে উত্তর কুসুম অঞ্চলের প্রধান কুতুবউদ্দিন লস্কর। এদিন তার নিজের হোম এলাকা পরিদর্শন করেন। এবং সাধারণ মানুষের দুয়ারে সরকারের কর্মসূচি পরিষেবা প্রদান ঠিক মতো হচ্ছে কি না তা পরিদর্শন করেন। তার সাথে ছিল উত্তর কুসুম অঞ্চলের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্য ও উত্তর কুসুম অঞ্চলের তৃনমূল দলের নেতৃত্ব। এছাড়াও বিভিন্ন যায়গায় থেকে আগত পরিষেবা প্রদান কারী। এদিনের দুয়ারে সরকার ক্যাম্প এ প্রায় কয়েক হাজার মানুষ দুয়ারে সরকারের কর্মসূচি তে ভাগ নেন এবং তাদের বিভিন্ন প্রকল্প তে নাম নথিভুক্ত করেন। আজকের নিয়ে এই মোট দশটি ক্যাম্প স্থাপন হয়েছে উত্তর কুসুম অঞ্চলে। উত্তর কুসুম অঞ্চলের তৃনমূল দলের অন্যতম নেতা ও অঞ্চল প্রধান কুতুবউদ্দিন লস্কর সকলকেই ক্যাম্পে আসার জন্য ধন্যবাদ জানান।তার চেষ্টায় উত্তর কুসুম অঞ্চলের প্রায় হাজার হাজার মানুষের পরিষেবা বাস্তবায়নে রূপ ধারণ করেছে। তার এলাকায় অবস্থিত বেশি ভাগ রাস্তা ঘাট মেরামতি এবং নতুন করে রাস্তা নির্মাণ শুরু হয়েছে। জনগণের পরিষেবা প্রদান করতে বদ্ধ পরিকর উত্তর কুসুম অঞ্চলের প্রধান কুতুবউদ্দিন লস্কর।।