প্রতারক মাসুদ রানা প্রবাসীর অর্ধ,কোটি টাকা নিয়ে লাপাত্তা
- আপডেট টাইম : ০৩:৩৭:৪৭ অপরাহ্ণ, রবিবার, ২ এপ্রিল ২০২৩
- / ১৬৮ ৫০০০.০ বার পাঠক
আশুলিয়ার কলতাসূতী এলাকা থেকে মাসুদ নামের এক প্রতারক বিদেশে লোক পাঠানোর কথা বলে প্রবাসী জুয়েল রানার নিকট থেকে প্রতারনার মাধ্যমে অর্ধকোটি টাকা আত্নসাধ করেছেন।
প্রতারক মাসুদ রানা গত ২৯ শে মার্চ ২০২৩ সাংবাদিক শুভ এর অফিস প্রতারক মাসুদ রানা নিজ উদ্দোগে যেয়ে,নিজেকে বাঁচিয়ে দেওয়ার কথা বলে উক্ত টাকা আত্নসাধ করার কথা স্বীকার করেন,এবং এক সাথে টাকা দিতে পারবেনা বলে ৬ মাসের কিস্তি করে দিতে অনুরোধ করেন,তার সিকারক্তি অনুযায়ী প্রতিমাসে দেড় লক্ষ টাকা করে দেওয়ার কথা বলে নন জুডিশিয়াল স্টাম করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন,যার প্রত্যেকটা সিকারক্তি সি সি টি ভি ও মোবাইল ক্যামেরায় ভিডিও ধারন করা আছে।
এরই মধ্যে প্রতারক মাসুদ ভোল পাল্টে অশুভ শক্তির বলে বলিয়ান হয়ে,পাওনাদার মীর হোসেন কে ফাঁসাতে আশুলিয়া থানায় যেয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন একটা অভিযোগ দায়ের করেন,অভিযোগ এর আয়ু এস আই নয়ন বিষয়টি পর্যবেক্ষন করলে মাসুদ এর প্রতারনার বিষয়টি পানির মত পরিস্কার হয়,তাৎক্ষণিক প্রতারক মাসুদ এর বিরুদ্ধে কঠোর প্রতিবেদন দেওয়ার কথা বলেন এস আই নয়ন।
পাওনাদার মীর হোসেন মাসুদ গং এর প্রতারনার বিরুদ্ধে গ্রাম্য সালিশ বসলে সেখানেও প্রতারক মাসুদ রানার হরমোশাই স্বীকার করেন।
উক্ত বিষয়ে সঠিক তদন্ত পর্যবেক্ষণ পূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করেন ভুক্তভোগী মীর হোসেন ও গণমাধ্যমকর্মী ও সুধী সমাজ।