ডাব চু’রি করতে গিয়ে গাছের উপরই অজ্ঞান কিশোর, ছয় ঘণ্টা পর উদ্ধার
- আপডেট টাইম : ০৫:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
- / ১২৯ ৫০০০.০ বার পাঠক
ফরিদপুরে ডাব চু’রি করতে গিয়ে নারিকেল গাছের উপরই অ’জ্ঞান হয়ে পড়ে এক কিশোর। জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ছয় ঘণ্টা পর আ’টকা পড়ে কিশোরকে উ’দ্ধার করেছেন পুলিশ ও ফায়া’র সার্ভিসের সদস্যরা।
মঙ্গলবার (২৮ মার্চ) রাতে মধুখালী পৌরসভার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
জানা যায়, ‘রাত সাড়ে ৮টার দিকে ছোট ভাইকে নিচে রেখে ডাব চু;রির উদ্দেশ্যে ওই কিশোর গাছে ওঠে। পরে আর নামতে পারেনি। ভয়ে সে গাছেই অজ্ঞান হয়ে পড়ে।
সাড়া শব্দ না পেয়ে গাছের নিচে থাকা তার ছোট ভাই স্থানীয়দের জানালে তারা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পু;লিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে চার ঘণ্টার চেষ্টায় তাকে উ;দ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ডাব চু;রির উ;দ্দেশ্যে গাছে ওঠার পর আর নামতে পারেনি।
ভয়ে গাছের ওপরই অ;জ্ঞান হয়ে যায়। স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উ;দ্ধার করে।