নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১(এক) জনের মৃত্যু
- আপডেট টাইম : ০৪:৩৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
- / ১৬৪ ৫০০০.০ বার পাঠক
অদ্য ২৭/০৩/২০২৩ ইং তারিখ সময় আনুমানিক সময় রাত ৮.৩০ ঘটিকায় নবাবগঞ্জ থানাধীন ৯নং কুশদহ ইউনিয়নের অর্ন্তগত নবীনগঞ্জ বাজারের অনুমান ১০০ গজ উত্তর দিকে পাঁকা রাস্তার উপর সড়ক দুর্ঘটনায়
আখতারুজ্জামান নামক একজন নিহত হন।মৃত ব্যক্তি পার্বতীপুর থানাধীন ঝাউপাড়া গ্রামস্থ মৃত জাকিরুল ইসলাম এর ছেলে। জানা যায় ঘটনার দিন তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নবাবগঞ্জে আসার পথে নবাবগঞ্জ থানাধীন ৯নং কুশদহ ইউনিয়নের অর্ন্তগত নবীনগঞ্জ বাজারের অনুমান ১০০ গজ উত্তর দিকে পাঁকা রাস্তার উপর মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়ে গ্যান হারিয়ে রাস্তার পাশে পড়ে থাকে তাই দেখে উপস্থিত এলাকাবাসী তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
দূর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় লাশ যথাযথ প্রক্রিয়ায় বিধি মোতাবেক নিজ অভিভাবকের জিম্মায় প্রদান করেন।