গাজীপুর মহানগর ১ নং ওয়ার্ডে মিথ্যা মামলা প্রত্যাহার এর দাবীতে মানববন্ধন ও গন মিছিল
- আপডেট টাইম : ১০:৪৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
- / ২৩২ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগর ১ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর আলহাজ্ব ওসমান গনি লিটন সহ অগনিত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন গন মিছিল।
রবিবার ২৬ শে মার্চ বেলা ১০ টায় মহানগরের ১ নং ওয়ার্ডের পৃথক পৃথক রোড প্রদক্ষিন করে এ গন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন হাজার হাজার নারী পুরুষ শিশু বৃদ্ধা আমজনতা।
এসময় সবার মুখে স্লোগান ছিলো,লিটন ভাইয়ের কিছু হলে জলবে আগুন ঘরে ঘরে,,বিএন পির আস্থানা ১ নং ওয়ার্ডে রাখব না।
গত ২০ শে মার্চ ১ নং ওয়ার্ড এর একটি রোড নির্মান কাজে বাঁধাপ্রদান করে সরকারের ভাবমুর্তী ক্ষুন্ন করেন নব্য আওয়ামীলীগ ও বিরোধী দলের প্রেতাত্মা রা।এসময় জনতার হাতে গণধোলাই এর শিকার হয় তারা,,নিজেদের দোষ ধামাচাপা দিতে মিথ্যা মামলা করেছেন বলে মন্তব্য করেন গনমিছিলে অংশ নেওয়া আমজনতা।
গনমিছিল টি দিনভর বিরতিহীন ভাবে চলতে থাকে,,এলাকাবাসীরা বলেন ১ নং ওয়ার্ডের গোলোযোগ একটাই,আগামী নির্বাচনে কাউন্সিলর লিটন কে হটাও,,জনগনের নিকট থেকে লিটন কে বিচ্ছিন্ন করা হোক,,সরকারের উন্নয়ন বাঁধাগ্রস্থ করা হোক,,গনমিছিলে অংস নেওয়া জনতারা আরো বলেন,,বি এন পি থেকে আগত নব্য আওয়ামীলীগ হাইব্রীটদের কাশিমপুর থানা আওয়ামীলীগ এর গুরুত্বপূর্ণ পদে অবতীর্ণ করে,,সরকারের ভাবমুর্তী বিনষ্ট করা হয়েছে,,ত্যাগী নেতারা কোণঠাসা হয়েছে,, এমনি ভাবে চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচনে নৌকার ভরাডুবি হতে পারে,,অনতিবিলম্বে কঠোর তদন্দ পূর্বক এই অশুভ শক্তির পেছনে যারা আছে তাদের কে আইনের আওতায় আনার দাবী জানান,,এবং উক্ত ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষীব্যাক্তিদের আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।