শুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জনগনের সেবায় নিয়োজিত হও। এমপি শিবলি সাদিক
- আপডেট টাইম : ০৯:০৩:১৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
- / ২০৪ ৫০০০.০ বার পাঠক
আজ ২৩শে মার্চ দিনাজপুরের নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের/২০২৩ ইং বিদায় ও নবীন বরন অনুষ্ঠানে বিদায়ী ও নবীন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
২০২৩ এর বিদায় সম্বর্ধনা ও নবীন বরণ, অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আব্দুল মোন্নাফ ও হামিদুল ইসলাম,সভাপতিত্ব করেন জনাব দিলীপ কুমার সাহা, প্রধান শিক্ষক সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় নবাবগঞ্জ,
বিশেষ অতিথি- এমএম আশিক রেজা, উপজেলা নির্বাহী অফিসার, নবাবগঞ্জ দিনাজপুর, মোঃ ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার, নবাবগঞ্জ থানা দিনাজপুর, দীপক কুমার বণিক, উপজেলা মাধ্যমিক অফিসার, নবাবগঞ্জ, দিনাজপুর, এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিদায়ী ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, নবাবগঞ্জ থানার মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক। নবাবগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মোছাঃ সুরাইয়া ইয়াসমিন ও বিদায়ী ছাত্রী মোছাঃ রাইচা আন্জু এবং মোঃ শাহারিয়ার নাফিস ইংলিশে বক্তব্য প্রদান করে উপস্থিত সকলকে অবাক করিয়ে দেন। তাছাড়া আমন্ত্রিত অতিথিগনের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নবাবগঞ্জ উপজেলা পরিষদ, এবং নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, শাহ্ মোঃ জিয়াউর রহমান( মানিক) প্রমুখ। আর উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ।