কোস্টগার্ডের উদ্যোগে কয়রা এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
- আপডেট টাইম : ০২:০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
- / ১৫৩ ৫০০০.০ বার পাঠক
কোস্টগার্ডের উদ্যোগে কর্মহীন ও দুঃস্থ মানুষের প্রয়োজনে খুলনা জেলার কয়রা থানাধীন গোলখালী, মাটিয়াভাঙ্গা, হলুদবুনিয়া, ছোট আংটিহারা, বড় আংটিহারা, জোড়সিংচরামুখা এবং তৎসংলগ্ন এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে ২শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন। উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান অনুষ্ঠানে মেডিক্যাল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার এম শাওন মুরসালিন আলমান, এএমসি উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত ক্যাম্পেইন কন্টিনজেন্ট কমান্ডার কয়রা ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও খুলনা জেলার কয়রা থানাধীন কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি স্টেশন কয়রার কন্টিনজেন্ট কমান্ডার আবুল কালাম আজাদ কর্তৃক উপকূলীয় ও তৎসংলগ্ন অঞ্চলে অবৈধ মৎস্য আহরন, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে স্থানীয় জেলে, মাঝি ও পেশাজীবিদের সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত জনসচেতনামূলক সভায় স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।