মহম্মদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
- আপডেট টাইম : ০৫:৩৮:৪৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
- / ১১৩ ৫০০০.০ বার পাঠক
মাগুরার মহম্মদপুরে আন্তর্জাতিক নারী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা
মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যে বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ হাই মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান, ওসি তদন্ত বোরহান উল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিনা আফরোজ, বীর মুক্তিযোদ্ধা তোজাম হোসেন, প্রভাষক সালমা বিনতে মাহাবুব, উপজেলা মহিলা যুবলীগের আহবায়ক শারমিন আক্তার রুপালী ও আওয়ামীলীগ নেত্রী শিউলি ফারুক প্রমূখ।