মোংলায় জাতীয়তাবাদী দল বিএনপি’র সম্প্রীতি সমাবেশ
- আপডেট টাইম : ০৪:০০:২২ অপরাহ্ণ, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / ০ ৫০০০.০ বার পাঠক
ওমর ফারুক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুন্দরবন ইউনিয়ন শাখার আয়োজনে ইউনুস আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার ১লা নভেম্বর বিকাল ৩ টায় এক সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয় । আয়োজিত এ সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেলা বিএনপি’র সদস্য ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন , বাগেরহাট জেলা বিএনপির সদস্য মোংলা পোর্ট পৌর সভার সাবেক মেয়র পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জুলফিকার আলী,জেলা বিএনপির সদস্য শেখ আব্দুল হালিম খোকন, থানা বিএনপির সিনিয়র আহবায়ক শেখ রুস্তম আলী, মোংলা থানা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান হাওলাদার, রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক আউয়াল সর্দার সহ উপজেলা,এবং পৌর নেতৃবৃন্দ। সুন্দরবন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ ইসমাইল মুছাল্লী খোকনের সভাপতিত্বে প্রধান আলোচক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন,আমরা কাজ করতে চাই, বিগত আওয়ামী লীগ সরকার জনগণ ও গণতন্ত্রকে ভূলন্ঠিত করেছিল । একজন এমপি নির্বাচিত হয় পাঁচ বছরের জন্য তারপরে তার কাজ হচ্ছে জনগণকে সাথে নিয়ে কাজ করা । আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার চেতনা বলে সর্বক্ষেত্রে লুণ্ঠন করেছে । আইনের শাসন মূল্যবোধ সব কিছু ভূলান্ঠিত হয়েছিল । এদেশের মানুষের মুখে আমরা অন্ন, বস্ত্র,শিক্ষা চিকিৎসা এবং বাসস্থান তুলে দিতে চাই । আমরা চাই শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে মানুষের জন্য কাজ করতে ।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই পারবে সত্যিকারের একটি বাংলাদেশ সৃষ্টিকর্তে । আমাদের এই জনপদ তরুণদের জন্য। আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করে একজন আলোকিত মানুষ করতে চাই । আমরা কোন ভেদাভেদ চাই না । প্রত্যেকটা মানুষের জন্য নিরাপদ একটি সমাজ গঠন করতে চাই । সবাই যেন নিরাপদ বোধ করে। এখানে হানাহানি মারামারি হক এটা আমরা চাই না । আমি আপনাদের উদ্দেশ্যে আরও বলতে চাই । যারা মানুষের অধিকার হরণ করবে তারা আমাদের দলের কেউ না। আপনাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে আপনার জন্য সমাজের জন্য পরিবারের জন্য দেশের জন্য । তা না হলে আগামী প্রজন্ম মানুষ হতে পারবে না । তিনি আরো বলেন এই সুন্দর বন যদি বাঁচে তাহলে আমরা বাচবো। আর যদি সুন্দরবনকে বাঁচাতে না পারি তাহলে মানুষ বাঁচবে না। সুন্দরবন রক্ষা নিশ্চিত করতে হবে ।আমাদের নেতা তারেক রহমান মানুষের মুক্তির জন্য উদ্যোগ নিয়েছেন। এজন্যই তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য দেশের মানুষের জন্য দেশের জন্য কাজ করবেন।