জাতীয় ভোটার দিবস-২০২৩ কেএমপি’র পুলিশ কমিশনার
- আপডেট টাইম : ১২:১৯:৪২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ১২৮ ৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানান-০২ মার্চ ২০২৩ খ্রিঃ, ১৭ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ সকাল ১০:০৫ ঘটিকায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, খুলনার সম্মেলন কক্ষে আঞ্চলিক নির্বাচন অফিস খুলনার আয়োজনে জাতীয় ভোটার দিবস-২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা; অতিরিক্ত বিভাগীয় কমিশনার, খুলনা (রাজস্ব) ও পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), স্থানীয় সরকার বিভাগ জনাব মোঃ শহিদুল ইসলাম এবং খুলনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান, বিপিএম-সেবা।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, খুলনা জনাব এম. মাজহারুল ইসলাম এবং সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, খুলনা জনাব মোঃ হুমায়ন কবির।