কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় ভূমি দখলের পায়তারা
- আপডেট টাইম : ১২:২৫:৪৭ অপরাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩
- / ১৮৫ ৫০০০.০ বার পাঠক
সূত্র তথ্য মতে জানান-বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার-১৬ নং ধামগড় ইউনিয়নের-মুকসাইর গ্রামে ভূমি দখলের চেষ্টা করছে-একদল সন্ত্রাসী বাহিনী।
তথ্য মতে আরো জানা যায়-মুকসাইর গ্রামের-মনা মিয়া,মারা যাওয়ার পরবর্তীতে-তাঁর ৫ জন সন্তান,তাঁর ভূমির মালিক হন।এর মধ্যে-দুই পুএ সন্তান তাদের সম্পওি বিক্রি করে দেয়,আর তিন মেয়ে-তাদের ছোট ভাই কবিরের-দুই ছেলে-ইমন ও ইমরানের নামে সাড়ে তিন শতক ভূমি লিখে দেন-রেজিষ্টি করে-১৮/০১/২১ ইং তারিখে।যে ভূমির দাগ নং-৩৫২,৫৫৯। খতিয়ান নং-আর এস-১২৩,বি এস-১০৭।
কিন্তু ভূমি রেজিষ্টি হওয়ার পর-উক্ত সাড়ে তিন শতক ভূমি বুঝে নেয়ার জন্য-ইমন ও ইমরান এর মাতা-কুলসুম উক্ত ভূমির কাছে গেলে-কতিপয় কয়েক জন সন্ত্রাস-কুলসুমের উপর হামলা চালিয়ে,তাঁকে আহত করে,ও শারিরিক নির্যাতন করে।পরবর্তীতে কুলসুম বাদী হয়ে মামলা করলে-আসামীরা কিছুদিন জেলে থাকে,জেল থেকে বের হয়ে এসে-পুনরায় তাঁরা কুলসুমকে হুমকি দেয় প্রানে মেরে ফেলার।
এলাকা বাসী বলেন-ভাই,কাগজ যার জমি তাঁর,সরকার নতুন আইন করেছে,আর এ আইন অমান্য করে-ভূমি দখলের চেষ্টা করছে দুষ্কৃতকারীরা।
উক্ত সব দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে অসহায়-ইমন ও ইমরানের ভূমি ফিরিয়ে দেয়ার অনুরোধ জানান-কুমিল্লা সুশীল সমাজ-কুমিল্লা জেলা পুলিশের প্রতি।