হোমনায় রেহানা মজিদ মহিলা কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

- আপডেট টাইম : ০৮:২২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭৯ ১৫০০০.০ বার পাঠক
কুমিল্লার হোমনায় রেহানা মজিদ মহিলা কলেজে দিনব্যাপী বসন্ত বরণ ও গ্রামীণ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) দিনব্যাপী রেহানা মজিদ মহিলা কলেজের মাঠে বসন্ত বরণ ও গ্রামীণ পিঠা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্বে বসন্ত বরণ ও গ্রামীণ পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজের ম্যানেজিং কমটিরি সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম।
প্রভাষক সুলতানা রাজিয়া আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা,অত্র কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, ওসি মো. সাইফুল ইসলাম, হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ্, হোমনা থানা অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ওয়াসিম, পিআইও নাহীদ আহমেদ জাকির,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর হোমনা জোনাল অফিসের ডিজিএম মো. শওকাতুল আলমসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্ত-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকব, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রামীণ পিঠা উৎসব উপলক্ষে কলেজের শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক হরেক রকম পিঠা দিয়ে সাতটি পিঠার স্টল তৈরি করে। সেখানে ছিলো শিক্ষার্থীদের বানানো হরেক রকম পিঠা। পরে বিচারকেরা সব গুলো স্টল ঘুরে পছন্দ মতো পিঠা খেয়ে তিনটি স্টল কে সেরা হিসেবে নির্বাচিত করেন।
পরে কলেজের ছাত্রী এবং স্থানীয় সংস্কৃতিকর্মীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।