শেরপুরে নির্যাতনের শিকার এক কলেজ ছাত্রী কাতরাচ্ছে হাসপাতালের মেঝেতে
- আপডেট টাইম : ১২:৫১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৪৫ ৫০০০.০ বার পাঠক
শেরপুরের ঝিনাইগাতীর বাকাকুড়া গ্রামের এক কলেজ ছাত্রী ও তার মাকে নির্যাতন ও কুপিয়ে আহত করা হয়েছে। আহত কলেজ ছাত্রী জান্নাত আরা তানিয়া
আশঙ্কাজনক অবস্থায় কাতরাচ্ছে শেরপুর জেলা সদর হাসপাতালের মেঝেতে। তবে
আশঙ্কা মুক্ত রয়েছেন মা আনোয়ারা বেগম।
জান্নাত আরা তানিয়া ওই এলাকার সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম মিষ্টারের
মেয়ে এবং শেরপুর সরকারী কলেজের রসায়ন বিভাগের স্নাতক (সম্মান) প্রথম
বর্ষের ছাত্রী।
গত শনিবার ১১ ফেব্রুয়ারী বিকেলে তানিয়া ও তার মা আনোয়ারা বেগমকে জেঠা ওমেদ আলী ও ভট্রু তার ছেলেরা বেধরক পিটিয়ে মা ও মেয়েকে গুরুতর আহত করে।
একপর্যায়ে তানিয়াকে কুপিয়ে মারাত্তকভাবে জখম করে। আশঙ্কা জনক অবস্থায় মা ও মেয়েকে প্রথমে ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ১২ ফেব্রুয়ারী দুপুরে ভর্তি করা হয়।
তানিয়ার অভিযোগ ৬ ফেব্রুয়ারী তার বাবা জাহাঙ্গীর আলম মিষ্টারের সাথে তার
মামা নুর হাসেমের জমি নিয়ে গন্ডগোল হয়। এসময় মিষ্টার মেম্বার গুরুতর আহত
হন। এ ঘটনার পরথেকেই বাড়ী থেকে বের করে দেয় তানিয়া ও তার মাকে। পরে
গত ১১ ফেব্রুয়ারী বাড়ী গেলে মিষ্টার মেম্বারের দুই ভাই ভট্রু, ওমেদ আলী ও তাদের ছেলেরা মিলে মা-মেয়েকে অমানুষিকভাবে পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার শাহ নেওয়াজ রোমান জানান, রোগী শঙ্কা মুক্ত নয়। তাকে পর্যবেক্ষন করা হচ্ছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ভূইয়া মুঠো ফোনে
বলেন, তিনি বিষয়টি জানেন না। খোঁজ নিয়ে জানাবেন।