পুলিশ লাইন গাইবান্ধায় মাস্টার প্যারেড ড্রিলসেডে কল্যান প্যারেড
- আপডেট টাইম : ০২:২৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮১ ৫০০০.০ বার পাঠক
‘পুলিশ লাইন্স, গাইবান্ধায় মাস্টার প্যারেড, ড্রিলসেডে কল্যাণ প্যারেড এবং পুলিশ অফিস, গাইবান্ধার সম্মেলন কক্ষে মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা।
গাইবান্ধা পুলিশ লাইন্স মাঠে অদ্য ১২/০২/২০২৩ খ্রি. তারিখ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডের সালাম গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন গাইবান্ধা জেলা পুলিশ পরিবারের সম্মানিত অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন মহোদয়। প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন (সি-সার্কেল)সহকারী পুলিশ সুপার জনাব উদয় কুমার সাহা। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন আপনাদের পেশাদারিত্বের সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে হবে, সরকারী সম্পত্তির সঠিক রক্ষনাবেক্ষণ করতে হবে সেই সাথে নিজের ও পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হবে।
পরবর্তীতে পুলিশ লাইন্স ড্রিলসেডে গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার এবং বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলের নিকট হতে কল্যাণমূলক প্রস্তাব আহবান করা হয়। কারো কোন প্রাতিষ্ঠানিক সমস্যা আছে কিনা এসব বিষয়ে আলোচনা করা হয়। সভায় সম্মানীত পুলিশ সুপার মহোদয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
মাসিক কল্যাণ সভা শেষে জেলা পুলিশ অফিস কনফারেন্স রুমে জানুয়ারি মাসে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধ নিয়ে একটি অপরাধ সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় সম্মানীত পুলিশ সুপার মহোদয় অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। উক্ত অপরাধ সভায় নভেম্বর ও ডিসেম্বর/২০২২ খ্রি. সময়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ০৭ (সাত) জনকে ডিআইজি, রংপুর রেঞ্জের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ইবনে মিজান (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব আবু লাইচ মোঃ ইলিয়াস জিকু, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) জনাব উদয় কুমার সাহা ও অন্যান পুলিশ অফিসারবৃন্দ।