ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ পাওয়ার সাবস্টেশনে আগুন তামাক হচ্ছে মাদকের মূল লক্ষ্য -ডাঃ মোঃ নজরুল ইসলাম কিরাটন ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আমাদের মাঝে আর নেই শিবগঞ্জে সানামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু গাজীপুরবাসীর জন্য চরম “সৌভাগ্য’ বর্তমান ডিসি এডিসি রেভিনিউ চৌকস ও মেধাবী দুই কর্মকর্তার চিন্তা,চেতনায় কর্মে, সর্বোপরিভাবে সততাকে প্রাধাণ্য দিয়েই দায়িত্ব পালন করছেন জামালপুরে ভোজ্য তেল সিন্ডিকেটের নিয়ন্ত্রনে কিশোরগঞ্জে নিখোঁজের পর ছাত্রলীগ নেতার গলিত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির জন্য চোখের পানিতে বুক ভাসিয়ে ইসতিসকার নামাজ আদায় মঠবাড়ীয়া তীব্র তাপদাহের হাত থেকে বাঁচতে বৃষ্টির জন্য বিশেষ। প্রার্থনা

ভারতকে মাটিতে নামাচ্ছে ব্রিটিশ কর্তৃত্ব

  • সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৬:৫৬:৩১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০২১
  • ২৬০ ০.০০০ বার পাঠক

খেলাধুলা প্রতিনিধি।।
মেলবোর্ন, সিডনি, ব্রিসবেনের পর আরও একটি রূপকথা কি লিখতে পারবে ভারত? গত পরশুই এশিয়ার মাটিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ঘূর্ণিপাক খাওয়া চেন্নাইয়ের উইকেটে জিততে হলে বিরাট কোহলির দলকে ভাঙতে হবে সেই রেকর্ড। কিন্তু হয়তো সেই রেকর্ড হবে না কোহলিদের। কেননা ৪২০ রানের পাহাড়সমান লক্ষ্য এখন তাদের অধরাই থাকছে হয়তো। দলীয় রান ১৫০ পেরনোর আগেই সাজঘরে ফিরেছেন ছয় ব্যাটসম্যান। এতে করে জয়ের রেকর্ড নয় বরং দেশের মাটিতে হারের লজ্জায় পড়তে যাচ্ছে কোহলির দল।চেন্নাই টেস্টে চতুর্থ দিনে ভারত শেষ করেছিল ১ উইকেটে ৩৯ রানে৷ শেষদিনে জয়ের জন্য দরকার ছিল ৩৮১ রান৷ হাতে উইকেট ছিল ৯টি৷ রোহিত ছাড়া পুরো দল তখনও ছিল লড়াই করার জন্য৷ কিন্তু মঙ্গলবারে শুরুটা মোটেও ভারতের জন্য মঙ্গলদায়ক হল না৷
আরও পড়ুন:
প্রথমেই ১৫ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন উইকেট কামড়ে পড়ে থাকার বড় ভরসা চেতেশ্বর পূজারা৷ এরপর শুভমান গিল টেস্টে নিজের অর্ধশতরান পূরণ করে ফেললেও ৮৩ বলে ৫০ রান করে ফিরে যান৷ তিনি অ্যান্ডারসনের শিকার৷ এদিন বুড়ো হাড়ে ইংলিশ এই পেসার যেন আগুন ঝরাচ্ছেন। ৭ ওভার বল করে মেইডেন দিয়েছেন ৪টি। রান দিয়েছেন ৮। আর উইকেট নিয়েছেন ৩টি। গিলের পাশপাশি রাহানে ও পন্থের উইকেটটিও পকেটে পুরেছেন।

খেলা এখন লাঞ্চ বিরতিতে আছে। ভারতের স্কোর ১৪৪ রান ৬ উইকেটের বিনিময়ে। ক্রিজে আছেন বিরাট কোহলি ও রবিচন্দ্র আশ্বিন। দেখা যাক তারা দুইজন মিলে ভারতের হার ঠেকাতে সফল হবেন কিনা।

প্রথম ইনিংসেও সফল হয়নি ভারতীয় ব্যাটসম্যানরা। ৩৩৭ রানে অল-আউট হয়ে ফলো-অনে পড়ে কোহলির দল। তবে তাদের ফলো-অনে না দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ইলিংশরা। তবে ১৭৮ রানেই অল-আউট হয়ে যায় তারা। ভারতকে ৪২০ রানের টার্গেট ছুঁড়ে দেয়। সেই লক্ষ্যে তারা করতে নেমেই হিমিশিম খাচ্ছে কোহলিরা।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা

ভারতকে মাটিতে নামাচ্ছে ব্রিটিশ কর্তৃত্ব

আপডেট টাইম : ০৬:৫৬:৩১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০২১

খেলাধুলা প্রতিনিধি।।
মেলবোর্ন, সিডনি, ব্রিসবেনের পর আরও একটি রূপকথা কি লিখতে পারবে ভারত? গত পরশুই এশিয়ার মাটিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ঘূর্ণিপাক খাওয়া চেন্নাইয়ের উইকেটে জিততে হলে বিরাট কোহলির দলকে ভাঙতে হবে সেই রেকর্ড। কিন্তু হয়তো সেই রেকর্ড হবে না কোহলিদের। কেননা ৪২০ রানের পাহাড়সমান লক্ষ্য এখন তাদের অধরাই থাকছে হয়তো। দলীয় রান ১৫০ পেরনোর আগেই সাজঘরে ফিরেছেন ছয় ব্যাটসম্যান। এতে করে জয়ের রেকর্ড নয় বরং দেশের মাটিতে হারের লজ্জায় পড়তে যাচ্ছে কোহলির দল।চেন্নাই টেস্টে চতুর্থ দিনে ভারত শেষ করেছিল ১ উইকেটে ৩৯ রানে৷ শেষদিনে জয়ের জন্য দরকার ছিল ৩৮১ রান৷ হাতে উইকেট ছিল ৯টি৷ রোহিত ছাড়া পুরো দল তখনও ছিল লড়াই করার জন্য৷ কিন্তু মঙ্গলবারে শুরুটা মোটেও ভারতের জন্য মঙ্গলদায়ক হল না৷
আরও পড়ুন:
প্রথমেই ১৫ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন উইকেট কামড়ে পড়ে থাকার বড় ভরসা চেতেশ্বর পূজারা৷ এরপর শুভমান গিল টেস্টে নিজের অর্ধশতরান পূরণ করে ফেললেও ৮৩ বলে ৫০ রান করে ফিরে যান৷ তিনি অ্যান্ডারসনের শিকার৷ এদিন বুড়ো হাড়ে ইংলিশ এই পেসার যেন আগুন ঝরাচ্ছেন। ৭ ওভার বল করে মেইডেন দিয়েছেন ৪টি। রান দিয়েছেন ৮। আর উইকেট নিয়েছেন ৩টি। গিলের পাশপাশি রাহানে ও পন্থের উইকেটটিও পকেটে পুরেছেন।

খেলা এখন লাঞ্চ বিরতিতে আছে। ভারতের স্কোর ১৪৪ রান ৬ উইকেটের বিনিময়ে। ক্রিজে আছেন বিরাট কোহলি ও রবিচন্দ্র আশ্বিন। দেখা যাক তারা দুইজন মিলে ভারতের হার ঠেকাতে সফল হবেন কিনা।

প্রথম ইনিংসেও সফল হয়নি ভারতীয় ব্যাটসম্যানরা। ৩৩৭ রানে অল-আউট হয়ে ফলো-অনে পড়ে কোহলির দল। তবে তাদের ফলো-অনে না দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ইলিংশরা। তবে ১৭৮ রানেই অল-আউট হয়ে যায় তারা। ভারতকে ৪২০ রানের টার্গেট ছুঁড়ে দেয়। সেই লক্ষ্যে তারা করতে নেমেই হিমিশিম খাচ্ছে কোহলিরা।