সংবাদ শিরোনাম ::
অনুষ্ঠিত হলো ৩৪ তম গরিবের নেওয়াজ হযরত খাজা মইনুদ্দিন চিশতী আজমিরী সাঞ্জেরী রহমতুল্লাহ এর পবিত্র ওরস মোবারক
যারা হায়াত নিজস্ব প্রতিনিধি।
- আপডেট টাইম : ০৫:৫৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
- / ৩১০ ৫০০০.০ বার পাঠক
সূত্র তথ্য মতে জানান-অনুষ্ঠিত হল গত ৮/২/ ২০২৩ ইংরেজি তারিখে ৩৪ তম গরিবের নেওয়াজ হযরত খাজা মইনুদ্দিন চিশতি রহমতুউল্লাহ এর পবিত্র ওরস মোবারক,এফ/১ ৩য় কলোনী,দারুস সালাম মিরপুরে।
উক্ত ওরস মোবারক এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মোহাম্মদ ইসলাম সভাপতি স্বেচ্ছাসেবক লীগ দারুস সালাম থানা ঢাকা মহানগর উত্তর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জনাব শাহজাহান ইসলাম ববি ও লাভলু ইসলাম,সার্বিক তত্ত্বাবধানে ছিলেন-জনাব কাজী মোঃ মাসুদ চিশতী ও জেসমিন চিশতী,উক্ত পবিত্র ওরস মোবারক এ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সব ধর্মের লোকজন অংশগ্রহণ করেন,এতে ইসলাম ধর্মের প্রচার ও প্রসার বৃদ্ধি পায়-মনে করেন অনেকে।
আরো খবর.......