বাংলাদেশ থেকে পলিমাটি নিতে চায় মালদ্বীপ
- আপডেট টাইম : ০৬:৩৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / ২৭০ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক ডেস্ক থেকে।।
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ চারদিনের সফরে ঢাকায় এসেছেন। এই সফরে তিনি বাংলাদেশ থেকে পলিমাটি নেওয়াসহ বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই করবেন বলে আশা করা হচ্ছে। সোমবার রাতে ঢাকায় এসেছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ ৮-১১ ফেব্রুয়ারি ঢাকা সফর করবেন। ঢাকা সফরকালে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।
ঢাকা সফরকালে আগামী ৯ ফেব্রুয়ারি ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। একই দিনে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে।
সূত্র জানায়, মালদ্বীপ বাংলাদেশ থেকে পলিমাটি নিতে চায়। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া দুই দেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণ, সরাসরি জাহাজ চলাচল, মৎস্য আহরণ, জনশক্তি রপ্তানি, বাণিজ্য সহযোগিতা ইত্যাদি বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।