গোবিন্দগঞ্জ শান্তনু কুমার দেশ স্মৃতি স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্ট

- আপডেট টাইম : ১২:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ২০১ ৫০০০.০ বার পাঠক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌরসভার আয়োজনে শান্তনু কুমার দেব স্মৃতি স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ঘোরাঘাট খেলোয়ার কল্যান সমিতি জয়পুরহাট পাঁচ বিবি খেলোয়ার কল্যান সমিতি দুটি দলের অংশগ্রহণ করেন। ঘোরাঘাট খেলোয়ার কল্যান সমিতিকে তিন শুন্য পয়েন্টে পরাজিত করে পাঁচ বিবি জয়ী হয়।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,প্যানেল মেয়র শাহিন আকন্দ, কাউন্সিলর রিমন তালুকদার,ক্রীয়া সংস্থার সাধারন সম্পাদক মোকারম হোসেন রানাসহ স্থানীয় রাজনীতিক নেতৃবৃন্দ ও ক্রীড়া অনূরাগী ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
আবু তারেক
গাইবান্ধা জেলা প্রতিনিধি
০১৩১৯৪১১২৩৯