পীরগঞ্জ উপজেলায় দক্ষিণ এশিয়ার সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্মেলন”২৩

- আপডেট টাইম : ০৯:৫২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ৪৪৪ ৫০০০.০ বার পাঠক
রংপুর পীরগঞ্জ উপজেলার ১৪ নং চতরা ইউনিয়নের নীল দরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাপ্তাহিক বজ্রকতা ও এফসাকল সংস্থা কর্তৃক আয়োজিত দক্ষিণ এশিয়ার সাহিত্য-সাংস্কৃতি বিষয়ক সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। কবি সমাবেশ সাহিত্য সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান।
প্রধান অতিথি হিসেবে ভার্সুয়ালী উপস্থিত ছিলেন মাননীয় স্পীকার ড.শিরিন শারমিন চৌধুরী এমপি (রংপুর ২৪ পীরগঞ্জ ৬), উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ড. চিত্র লেখা নাজনিন।প্রধান আলোচক টি আই মমিন অতিরিক্ত জেলা প্রাশষক লালমনির হাট বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর মোহাম্মদ মন্ডল উপজেলা চেয়ারম্যান, শফিউর রহমান মন্ডল মিলন পীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান, বিরোদা রানী রায় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহ কলকাকাতার মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ শ্রীপুর মাদ্রাসার প্রধান শিক্ষক ও এফসাকলের ভারতের কোডিনেটার হাফিজুর রহমান, মুর্শিদাবাদ শ্রীপুর প্রাথমিক বিদ্যালয় ওবাইদুর রহমান বিশ্বাস, মুর্শিদাবাদ ব্যবসা জাহিদুল হক, মুর্শিদাবাদ সংগীত শিল্পী সুমাইয়া রহমান, আসাম থেকে কবি লেখিকা পূর্ণিমা দেবী, আসামের ইঞ্জিনিয়ার ও লেখক ললিত লোহার, ছিকিম থেকে নিত্য শিল্পী তিয়াশা দাশ, সিকিম থেকে কবি লুইস ভিসতা, আসাম থেকে কবি জ্ঞান বাহাদুর ছেত্রী, কবি টংকো কোয়ার, আসাম লেখক ধিরেন বড়া, ধনসিং তেরাং । জাগো বাহে টুয়েন্টিফোর ডট কম এর চেয়ারম্যান আকতারুজ্জামান রানা, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখার সহ সভাপতি ও পীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব সৈয়দ রায়হান বিপ্লব, সদস্য বেলায়েত সরকার চতরা নীলদরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মিশিউর রহমান, এফসাকল এর সাংগঠনিক সম্পাদক এম জি ফরহাদ। ১৪ নং চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহিন,পৌর কাউন্সিলর সাইফুল আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।