পীরগঞ্জে এপার বাংলা ওপার বাংলার সম্প্রীতির উঠোন অনুষ্ঠান

- আপডেট টাইম : ০২:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৫ ৫০০০.০ বার পাঠক
রংপুর পীরগঞ্জে আন্তজার্তিক এফসাকল এর ৩ দিন ব্যাপি প্রথম দিন গবরা কুতুবপুর মন্ডলবাড়ীতে এপার বাংলা ওপার বাংলার কবিদের সম্প্রীতির উঠোন সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৫ ফেব্রুয়ারী) বিকেল ৩ ঘটিকার সময় এপার বাংলা ওপার বাংলার কবিদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্প্রীতির উঠোন সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীরাবাদ দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান । মিঠিপুর ইউনিয়নের গবরা কুতুবপুর মন্ডল বাড়ীতে সম্প্রীতির উঠোন সভা উপস্থিত ছিলেন সাপ্তাহিক বজ্রকথা প্রকাশক ও সম্পাদক ও এফসাকল এর প্রেসিডেন্ট কবি সুলতান আহম্মেদ সোনা, পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, পীরগঞ্জ পৌর কাউন্সিল সাইফুল আজাদ মন্ডল । মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ শ্রীপুর মাদ্রাসার প্রধান শিক্ষক ও এফসাকলের ভারতের কোডিনেটার হাফিজুর রহমান, মুর্শিদাবাদ শ্রীপুর প্রাথমিক বিদ্যালয় ওবাইদুর রহমান বিশ্বাস, মুর্শিদাবাদ ব্যবসা জাহিদুল হক, মুর্শিদাবাদ সংগীত শিল্পী সুমাইয়া রহমান, আসাম থেকে কবি লেখিকা পূর্ণিমা দেবী, আসামের ইঞ্জিনিয়ার ও লেখক ললিত লোহার, ছিকিম থেকে নিত্য শিল্পী তিয়াশা দাশ, সিকিম থেকে কবি লুইস ভিসতা, আসাম থেকে কবি জ্ঞান বাহাদুর ছেত্রী, কবি টংকো কোআর, আসাম লেখক ধিরেন বড়া, ধনসিং তেরাং । জাগো বাহে টুয়েন্টিফোর ডট কম এর চেয়ারম্যান আকতারুজ্জামান রানা, আলোর সংবাদ ডট কম এর চেয়ারম্যান আব্দুল করিম সরকার, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখার সহ সভাপতি ও পীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব সৈয়দ রায়হান বিপ্লব, জাহাঙ্গীরাবাদ দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম রাঙ্গা, পারভীন আক্তার, শিল্পী পরেশ, বিশিষ্ট ব্যাবসাহী ইমরুল হাসান পাভেল, এফসাকল এর সাংগঠনিক সম্পাদক এম জি ফরহাদ, পীরগঞ্জ উপজেলা শাখার খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন লাকড়া, ক্যামেরা ম্যান মুন্না মিয়া সহ অনেকে এসময় উপস্থিত ছিলেন।