গোলাপগঞ্জের ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে তিন দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- আপডেট টাইম : ০৬:০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
- / ২৪১ ৫০০০.০ বার পাঠক
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।রবিবার(২৯ জানুয়ারী) ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের খেলার মাঠে সকাল ১০টায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র দাশের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ।
শিক্ষক তাহের উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক গভর্ণিং বডির একাধিক বারের সভাপতি আলহাজ্ব ময়নুল হক,গভর্ণিং বডির সদস্য নাজিম উদ্দীন, সাবেক সদস্য তমিজ উদ্দিন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমান কমিটির সদস্য ইকবাল আহমদ, মইজ উদ্দিন মজনু, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মুজাম্মিল হক মজই, লিয়াকত আলী,সিনিয়র শিক্ষক ওলিউর রহমান, আমিন উদ্দিন,সুজিত কুমার দাস, উপজেলা আওয়ামিলীগ নেতা সৈয়দ এহতেশাম, আসকর আলী পাপলু, এনামুল হক লায়েক প্রমুখ।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।