জোরালো হচ্ছে বিক্ষোভ, মিয়ানমারে রাস্তায় হাজারো মানুষ
- আপডেট টাইম : ০৭:২০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ২৪১ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক ডেস্ক থেকে।।
মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো মানুষ বিক্ষোভে নেমেছে। রবিবার দেশটির প্রধান শহর ইয়াঙ্গনে হাজার হাজার মানুষকে বিক্ষোভ অংশ নিতে দেখা গেছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, লাল বেলুন হাতে নিয়ে হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমেছে। বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছে, আমরা সামরিক স্বৈরশাসক চাই না। আমরা গণতন্ত্র চাই।
বিবিসি জানিয়েছে, নারী, পুরুষ ছাড়াও বিক্ষোভে বহু তরুণ অংশ নিয়েছে। তাদের হাতে আটক নেত্রী অং সান সু চির ছবি। অনেকের প্ল্যাকার্ডে লেখা, আমাদের ভোটকে সম্মান করুন।
বার্তা সংস্থা এএফপিকে মিও উইন (৩৭) নামে এক বিক্ষোভকারী বলেছেন, আমাদের বিক্ষোভ চলবে এবং আমরা গণতন্ত্র না পাওয়া পর্যন্ত দাবি থেকে সরবো না।
ইয়াঙ্গন বিশ্ববিদ্যালয়ের কাছের এক রাস্তায় পুলিশের ট্রাক, পুলিশ কর্মকর্তাদের এবং দাঙ্গার সরঞ্জামাদি দেখা গেছে। বিক্ষোভ দমাতে শনিবার দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াঙ্গন ছাড়াও রবিবার সকালে মাওলামাইন এবং মান্ডালায় ছোট আকারে বিক্ষোভ দেখা গেছে।
আরও পড়ুন:
ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে বাইডেনকে ৪১ কূটনীতিকের চিঠি
এর আগে গতকাল বিক্ষোভকারীরা সেনা স্বৈরশাসক, ব্যর্থ ব্যর্থ, গণতন্ত্রের জয় জয় বলে স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীরা সু চি এবং অন্য নেতাদের আটক নেতাদের মুক্তি দিতে সেনাদের আহ্বান জানান।