সংবাদ শিরোনাম ::
যমুনা নদীর বুকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণের কাজ এখন দৃশ্যমান

দৈনিক সময়ের কন্ঠ রিপোর্ট-
- আপডেট টাইম : ১২:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
- / ২২৪ ১৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানান-যমুনা নদীর বুকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণের কাজ এখন দৃশ্যমান। সেতু নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
ইতিমধ্যে রেল সেতুর ৫৩ শতাংশ কাজ শেষ হয়েছে। এই রেল সেতুতে মোট ৫০টি পিলারের ওপর বসানো হবে ৪৯টি স্প্যান। ইতিমধ্যে ৩৫ নম্বর থেকে ৫০ নম্বর পিলারের কাজ শেষ করেছেন প্রকৌশলীরা। সহস্রাধিক দেশি বিদেশী প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের তত্ত্বাবধানে চলছে রেলসেতুর এ কর্মযজ্ঞ।
ইতোমধ্যে সেতুতে বসেছে ১০টি স্প্যান। এরফলে দৃশ্যমান হয়েছে সেতুর ১ কিলোমিটারেরও বেশি অংশ। সেতুতে বসানো প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য গড়ে ১শ’ মিটার। সেতুর মোট দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে। এই সেতুতে প্রতিদিন অন্তত ৮৮টি ট্রেন চলাচল করবে। সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৫৩%।
আরো খবর.......