সংবাদ শিরোনাম ::
নওগাঁর মান্দায় এক অজ্ঞাতনামা মহিলার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ

মোঃ আলমগীর হোসেন জেলা প্রতিনিধি নওগাঁ
- আপডেট টাইম : ১১:১৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
- / ৩৩১ ১৫০০০.০ বার পাঠক
বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫ টার দিকে নওগাঁ-রাজশাহী হাইওয়ে রাস্তা। হাটের দক্ষিনে প্রায় ৭’শ গজ দূরে কালভার্ট সংলগ্ন মহাসড়কের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, দুর্ঘটনায় ওই ব্যক্তি নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরু-এ-আলম সিদ্দিকী জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট কালভার্টের ওপর থেকে লাশটি পড়েছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। রাস্তার ওপর পড়ে থাকা লাশের ওপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করায় সেটি ক্ষতবিক্ষত ও বিকৃত হয়ে গেছে।
ওসি আরও জানান, এখন পর্যন্ত ওই মহিলার নাম পরিচয় জানা যায়নি। তবে জব্দকৃত আলামত থেকে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরো খবর.......