সিলেটে ৩ দিনে ৫ জনের অস্বাভাবিক মৃত্যু
- আপডেট টাইম : ০১:২১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
- / ১৫৮ ৫০০০.০ বার পাঠক
সিলেটে হঠাৎ করে বেড়েছে অস্বাভাবিক মৃত্যু। মাত্র তিনদিনের ব্যবধানে পৃথক ঘটনায় সিলেটে ৫ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ২ জন ট্রেনে কাটা পড়ে ও ২ জন্ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ সুরমা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
সর্বশেষ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। বিকেল ৩টার দিকে সিলেটের মোগলাবাজার থানাধীন লালমাটিয়ায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আলী হোসেন (৩৫)। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার পশ্চিম বিলেরবনদ গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।
পুলিশ জানায়- লালমাটিয়ায় রেল লাইনের উপর দিয়ে একটি ছোট রাস্তা গেছে। বিকেল ৩টার দিকে রেল লাইন ক্রস করে সেই রাস্তা দিয়ে অটোরিকশা নিয়ে তড়িগড়ি করে যেতে গিয়ে সিলেটগামী ট্রেন সুরমা মেইলের নিচে পড়ে দ্বিখণ্ডিত হয়ে যান আলী হোসেন।
অপরদিকে, মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমার অকুস্থল হিসেবে পরিচিত রশিদপুরে আবারও ঘটেছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বেলা ২টার দিকে বিআরটিসি বাস ও অক্সিজেন সিলিন্ডারবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়েছে।
নিহতের নাম সাজন (২৮)। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়গুলা গ্রামের খুরশেদ আলীর ছেলে।
এ দুর্ঘটনায় সাজনের চাচাতো ভাই তার সহযোগী নুরুল আমিন (১৮) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন- সিলেট থেকে ছেড়ে যাওয়া গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরের সেলিম-দুদু মিয়ার রাস্তার মুখে গেলে বিপরীত দিক থেকে আসা দূতগতির বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক সাজনের মৃত্যু হয়।
এদিকে আগের দিন (সোমবার) সিলেটে ঘটেছে দুই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। এর মধ্যে গোলাপগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। আর মহানগরের কাজির বাজার সেতুর নিচে সুরমা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
সোমবার সিলেটের গোলাপগঞ্জে ট্রাক চাপায় মারা যান জবরুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী। এদিন দুপুরের দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট- জকিগঞ্জ সড়কের হিলালপুর নামকস্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান জবরুল ইসলাম। মারা যাওয়া জবরুল দক্ষিণ সুরমার কুচাই এলাকার দক্ষিণ পাড়া গ্রামের মৃত মসবুর আলীর পুত্র।
স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে গোলাপগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক সিলেটগামী মোটরসাইকেলকে (সিলেট-হ-১১-৯৮৬২) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জবরুল নিহত হন।
একই দিন সিলেট মহানগরের কাজির বাজার সেতুর নিচে সুরমা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা থানাপুলিশ লাশটি উদ্ধার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্র জানায়, সোমবার দুপুর পৌনে ১২টার দিকে কাজিরবাজার সেতুর নিচে সুরমা নদীতে খোজারখলার দিকে একটি বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা জরুরি সেবা নাম্বার ৯৯৯-এর মাধ্যমে দক্ষিণ সুরমা থানাপুলিশকে অবগত করেন। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। অজ্ঞাত এই পুরুষের বয়স আনুমানিক ৩০ বছর। মৃতের পরণে নীল রঙ্গের জিন্সের প্যান্ট। তবে প্যান্টের ডান পায়ের হাটু পর্যন্ত কাটা। লাশের পুরো গায়ে কাদা মাখানো ছিলো।
এসব ঘটনার আগে গত রবিবার সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এ যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) সকালে দক্ষিণ সুরমার শিববাড়ি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে রেলক্রসিং থেকে তার বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, রোববার সকালে শিববাড়ি বাজার সংলগ্ন রেললাইনে যুবকের খণ্ডিত মরদেহ দেখতে পেয়ে রেলক্রসিংয়ের গেটকিপারকে জানান স্থানীয়রা। তিনি রেলওয়ে পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে।