ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
গরু বহনকারী ভটভটির ধাক্কায় প্রাণ হারালো  দুই যুবক ইবিতে ভর্তি পরীক্ষার্থীদের জন্য থাকছে না কোন পরিবহন সেবা নবাবগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকের সঙ্গে ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় পাকুন্দিয়া উপজেলায় ৪ মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী গ্রেফতার রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ পাওয়ার সাবস্টেশনে আগুন তামাক হচ্ছে মাদকের মূল লক্ষ্য -ডাঃ মোঃ নজরুল ইসলাম কিরাটন ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আমাদের মাঝে আর নেই শিবগঞ্জে সানামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু গাজীপুরবাসীর জন্য চরম “সৌভাগ্য’ বর্তমান ডিসি এডিসি রেভিনিউ চৌকস ও মেধাবী দুই কর্মকর্তার চিন্তা,চেতনায় কর্মে, সর্বোপরিভাবে সততাকে প্রাধাণ্য দিয়েই দায়িত্ব পালন করছেন

দুদকের মামলা ও চার্জশীট দাখিলের অনুমোদন জ্ঞাপনের পরেও বহাল তবিয়তে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পূর্তকর্মের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম এ আজিম

এস এম এ আজিম, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্রগ্রাম, বর্তমানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত), পূর্তকর্ম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আব্দুল গনি রোড, ঢাকার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ কর্তৃক দায়েরকৃত মামলা নং ০৫, তারিখ: ০৯/০৬/২০২১, ধারা: দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২)। দুদক কর্তৃক গত ০৩/১১/২০২২ ইং তারিখ চার্জশীট দাখিলের অনুমোদন (স্যাংশন) জ্ঞাপন করার পর থেকে বহাল তবিয়তে রয়েছেন।

সংস্থাপন মন্ত্রনালয়ের (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রনালয়) অফিস মেমোরেন্ডাম নং (ইডি) (রেগ-৮)/এস-১২৩/৭৮-১১৫(৫০০), তারিখ: ২১/১১/৭৮ (এস্ট্যাবলিশমেন্ট মেনুয়্যাল ১ নং ভলিউমের পৃষ্ঠা নং – ৮৯২ ও ৮৯৩) এবং বি এস আর ১ম খন্ডের ৭৩ বিধির ১ ও ২ নং নোট অনুসারে কোন সরকারী কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেফতারের পর বা আদালতে আত্মসর্মাপনের পর জামিনে মুক্তি লাভ করিলেও সাময়িক বরখাস্ত হিসেবে গণ্য হইবেন। তবে, এই ক্ষেত্রে জটিলতা এড়াইবার জন্য কর্তৃপক্ষ সাময়িক বরখাস্তের ফরমাল আদেশ জারি করিবেন মর্মে উল্লেখ আছে।

সরকারী চাকুরী আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ধারা ৪১ এর উপধারা (২) বলা হয়েছে, কোনো সরকারী কর্মচারীর বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারি মামলা বা অন্য কোনো কার্যধারা বিচারাধীন থাকিলে, বিচারাধীন কোনো এক বা একাধিক অভিযোগের বিষয়ে তাহার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা রুজু বা নিষ্পত্তির ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকিবেনা।

সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ (জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিধি-৪ শাখা থেকে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নং ১১০-আইন/২০১৮) এর বিধি ২৫ এর উপবিধি (২) এ বলা হয়েছে, কোনো সরকারী কর্মচারীর বিরুদ্ধে কোনো আদালতে একই বিষয়ের উপর ফৌজদারি কার্যধারা বা আইনগত কার্যধারা বিচারাধীন থাকিলে, তাহার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা নিষ্পত্তির ক্ষেত্রে কোনো বাধা থাকিবেনা।

আইনে এরূপ নির্দেশনা থাকা সত্ত্বেও কি কারনে বহাল তবিয়তে রয়েছেন এবং আজিমের বিরুদ্ধে দুদক কর্তৃক মামলা দায়ের করার পর আজিমকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তর জানতে জনসংযোগ পরিদপ্তরের উপপরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ শামীম হাসানের নিকট তথ্য অধিকার আইনে আবেদন করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে শামীম জানান, আজিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক মামলা দায়েরের বিষয়টি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়নি এজন্য তাকে (এস এম এ আজিম) সাময়িক বরখাস্ত করা হয়নি।

বিষয়টি জানতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পূর্তকর্মের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম এ আজিমের মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন। পরে এসএমএস দিয়ে মন্তব্য নেওয়ার বিষয়টি লেখা হলেও তিনি কোনো জবাব দেননি।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

গরু বহনকারী ভটভটির ধাক্কায় প্রাণ হারালো  দুই যুবক

দুদকের মামলা ও চার্জশীট দাখিলের অনুমোদন জ্ঞাপনের পরেও বহাল তবিয়তে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পূর্তকর্মের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম এ আজিম

আপডেট টাইম : ০৯:৪৮:২৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

এস এম এ আজিম, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্রগ্রাম, বর্তমানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত), পূর্তকর্ম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আব্দুল গনি রোড, ঢাকার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ কর্তৃক দায়েরকৃত মামলা নং ০৫, তারিখ: ০৯/০৬/২০২১, ধারা: দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২)। দুদক কর্তৃক গত ০৩/১১/২০২২ ইং তারিখ চার্জশীট দাখিলের অনুমোদন (স্যাংশন) জ্ঞাপন করার পর থেকে বহাল তবিয়তে রয়েছেন।

সংস্থাপন মন্ত্রনালয়ের (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রনালয়) অফিস মেমোরেন্ডাম নং (ইডি) (রেগ-৮)/এস-১২৩/৭৮-১১৫(৫০০), তারিখ: ২১/১১/৭৮ (এস্ট্যাবলিশমেন্ট মেনুয়্যাল ১ নং ভলিউমের পৃষ্ঠা নং – ৮৯২ ও ৮৯৩) এবং বি এস আর ১ম খন্ডের ৭৩ বিধির ১ ও ২ নং নোট অনুসারে কোন সরকারী কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেফতারের পর বা আদালতে আত্মসর্মাপনের পর জামিনে মুক্তি লাভ করিলেও সাময়িক বরখাস্ত হিসেবে গণ্য হইবেন। তবে, এই ক্ষেত্রে জটিলতা এড়াইবার জন্য কর্তৃপক্ষ সাময়িক বরখাস্তের ফরমাল আদেশ জারি করিবেন মর্মে উল্লেখ আছে।

সরকারী চাকুরী আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ধারা ৪১ এর উপধারা (২) বলা হয়েছে, কোনো সরকারী কর্মচারীর বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারি মামলা বা অন্য কোনো কার্যধারা বিচারাধীন থাকিলে, বিচারাধীন কোনো এক বা একাধিক অভিযোগের বিষয়ে তাহার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা রুজু বা নিষ্পত্তির ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকিবেনা।

সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ (জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিধি-৪ শাখা থেকে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নং ১১০-আইন/২০১৮) এর বিধি ২৫ এর উপবিধি (২) এ বলা হয়েছে, কোনো সরকারী কর্মচারীর বিরুদ্ধে কোনো আদালতে একই বিষয়ের উপর ফৌজদারি কার্যধারা বা আইনগত কার্যধারা বিচারাধীন থাকিলে, তাহার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা নিষ্পত্তির ক্ষেত্রে কোনো বাধা থাকিবেনা।

আইনে এরূপ নির্দেশনা থাকা সত্ত্বেও কি কারনে বহাল তবিয়তে রয়েছেন এবং আজিমের বিরুদ্ধে দুদক কর্তৃক মামলা দায়ের করার পর আজিমকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তর জানতে জনসংযোগ পরিদপ্তরের উপপরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ শামীম হাসানের নিকট তথ্য অধিকার আইনে আবেদন করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে শামীম জানান, আজিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক মামলা দায়েরের বিষয়টি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়নি এজন্য তাকে (এস এম এ আজিম) সাময়িক বরখাস্ত করা হয়নি।

বিষয়টি জানতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পূর্তকর্মের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম এ আজিমের মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন। পরে এসএমএস দিয়ে মন্তব্য নেওয়ার বিষয়টি লেখা হলেও তিনি কোনো জবাব দেননি।