সাথে পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০২:০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
- / ১৬৭ ৫০০০.০ বার পাঠক
ময়মনসিংহ জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজার রহমান এর সাথে উপজেলার জনপ্রতিনিধি , রাজনৈতিক নেতৃবৃন্দ ,
উপজেলা পর্যয়ের কর্মকর্তা বৃন্দ, বীরমুক্তিযোদ্ধা গণ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে,
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১৯ ডিসেম্বর দুপুরে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত’র সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,
উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক ,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রণু ঠাকুর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, তারাকান্দা উপজেলা ভূমি অফিসের সার্বিয়ার ও সরকারি কর্মকর্তাদের থাকার সমস্যার কথা তুলে ধরেন জেলা প্রশাসক কাছে।
এ সময় আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের প্রমুখ।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা ক্রেষ্ট প্রদান করা হয়।