নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

- আপডেট টাইম : ০৩:২৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
- / ২৪২ ৫০০০.০ বার পাঠক
নীলফামারীর ডিমলায় উপজেলা প্রসাশনের আয়োজনে আজ ১৬ ডিসেম্বর (শুক্রবার) দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২২ উদযাপন এবং সূর্য্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপ্পতধ্বনী, বিজয় চত্বরের স্মৃতি অম্লানে ১৯৭১ সালে বীর শহীদের প্রতি পূষ্পমাল্য অর্পণ, দোয়া ও মুনাজাত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেসটুন ও শান্তির পায়রা উড়িয়ে পবিত্র কোরআন তেলাওয়াত সহ দিনের কর্মসুচি শুরু করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, পুলিশ পরিদর্শক ( তদন্ত) বিশ্বদেব রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী,সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সামছুল হক, ভাইচ চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, ভাইস চেয়ারম্যান (মহিলা) মোছাঃ আয়শা সিদ্দিকা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারী আধাসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষকা, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তি, এনজিও কর্মীবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবসে থানা পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, আনছার বাহিনী, স্কার্উস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সন্মিলিত কুচকাওয়াজ ও শিশু-কিশোরদের শারীরিক কসরত প্রর্দশন ও বিজয়ীদের মাঝে ক্রেষ্ট বিতরন করা হয়।